পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«ι" কমলাকাস্তের দপ্তর। ।। ( शशङ्गर्भे,१ञ्चा:, ج دs ر ؤ মতিভ্রম হইয়াছে। কালের স্রোত বহিয়া | cศต ইতালীর ভদ্র সমাজ, ধাৰ্ম্মিক । সমাজ, বিদ্বান সমাজ, আর পৃথিবী বুরি তেছে শুনিলে হাসেন না; গালিলিওকে আর মতিভ্রান্ত জ্ঞান করেন না। " সকলে সৌন্দৰ্য বিষয়ে স্ত্রীলোকের প্রাধান্য স্বীকার করেন। বিদ্যা, বুদ্ধি, বলে পুরুষের শ্রেষ্ঠতা স্বীকার পাইয়াও, রূপের টীকা স্ত্রীলোকের মস্তকে দেন। আমার বিবেচনায় এটি মস্ত ভুল। আমি দিব্যচক্ষে দেখিয়াছি যে পুরুষের রূপ : অপেক্ষ স্ত্রীলোকের রূপ অনেক দূর । নিকৃষ্ট । হে মানময়ি মোহিনীগণ! কুটিল। কটাক্ষে কালকূট বর্ষণ করিয়া আমাকে এই দোষে দগ্ধ করিও না; কালসপিণী ৷ বিনিন্দিত বেণীদ্বারা আমাকে বন্ধন করিও ন; ; ভ্রধকুতে কোপে তীক্ষশর যোজনা করিয়৷ আমাকে বিদ্ধ করিও না । । বলিতে কি, তোমাদের নিন্দ করিতে ভয় । করে । স্বৰ্গদ পাতিয়া রাখ, তবে কত হস্তী বন্ধ৭ হইয়া, তোমাদের নাকে ঝুলিতে । গ’লে—কমলাকান্ত কোন ছার! তোমাস্ক্রের নথের নোলক খসিয়া পড়িলে, মা

} খুন হইবার অনেক সস্থাবনা; চক্র । ; : *

§ | হারের একখানি চাদ যদি স্থানচ্যুত হইয়া ! ! কাহারও গারে লাগে, তবে তাছার হাত প; ভাঙ্গ বিচিত্র নহে। অতএব তোমরা রাগ করিও না । আর স্থে রমণীপ্ৰিয়, কর্ম প্রয়, উপমাপ্রিয় কবিগণ, তোম্বা তোমরা আমাকে মারিতে উদ্যত হইও, মরা কুসংস্কারাবিষ্ট পৌত্তলিক । তোমর। । i লম্বন করিতে হয় না । এইরূপ যাহার যে পথ বুঝিয়। যদি তোমরা নথ } দিগের স্ত্রীদেবীর স্বপনী সুবর্ণময়ী প্ৰ তিমা ভাঙ্গিতে প্রবৃত্ত হইয়াছি বলিয়া, না। আমি সপ্রমাণ করিয়া দিব যে তো- | উপাস্য দেবতার প্রকৃত মূৰ্ত্তি পরিত্যাগ } পুৰ্ব্বক বিকৃত প্রতিমূৰ্ত্তির পূজা করিতেছ। যাহার সুন্দর কেশপাশ আছে, সে আর পরচুলা ব্যবহার করে না। যাহার ! উজ্জ্বল ভাল দাত আছে, তাহার কৃত্রিম দন্তের প্রয়োজন হয় না । যাহার বর্ণে লোকের মন হরণ করে, তাহার আর রং ; মাখিয়া লাবণ্য বৃদ্ধি করিতে হয় মঃ । যাহার নয়ন আছে, তাহার অার কাচের চক্ষুর আশ্রয় লইতে হয় না । যাহার চরণ অাছে, তাহাকে আর কাঠপদ অৰ

বস্তু আছে, সে তাহfর জন্য লীলায়িত হয় ; না । যে বুঝিতে পারে যে প্রকৃতি কোন ; পদার্থে তাহকে বঞ্চিত করিয়াছেন, সেই ; ভদ্বিষয়ে আপনার অভাব মোচনার্থে যত্ন । করিয়া থাকে। এই সকল দেখিয়া শুনিয়া আমি স্থির করিয়াছি যে স্ত্রী লাকদি-} গের মধ্যে সৌন্দর্ঘ্যের অত্যন্ত অভাব। } তাহারা সৰ্ব্বদা আপন আপন রূপ বাড়ী { ইতে ব্যস্ত; कि দর দেখাইবে, ইহা লইয়াই উক্ষাদিনী; } ভাল ভাল অলঙ্কার কিসে পাইবে, मिडड़ { ইহাই তাহাদিগের ভাবনা, ইহাই অহাদিগের চেষ্টা ; এমন কি, বলা था। s পারে যে অলঙ্কারই তাহাদিগের । _ - - ---