পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - - | \υίν চন্দ্রশেখর। (भन्न क्4म, ?નઃ, ادوه؟ o | | | বেন—চিকিৎসা করিতে পারবেন।” । সহসা শৈবলিনী চক্ষু মুদিল—দেখিল। গুহাগ্রান্তে স্বন্দরী দাড়াইয়া, প্রস্তরে ক্ষোদিতা—অঙ্গুলি তুলিয়া দাড়াইয়া আছে। দেখিল সুন্দরী, অতি দীর্ঘকৃতা, ক্রমে তালবৃক্ষ পরিমিত হইল, অতি ভয়ঙ্করী ! দেখিল, সেই গুহাগ্রান্তে সহসা নরক স্বঃ হইল,—সেই পুতিগন্ধ, সেই ভয়ঙ্কর অগ্নিগর্জন, সেই উত্তাপ; রোগ বলেন। তুমি বেদগ্রামে গিয়া গ্রাম | করিয়া,বিশুদ্ধ মুখে,স্তম্ভিতের ন্যায় রহিল। প্রাস্তে কুটার নিন্মাণ কর। সেখানে স্থ চন্দ্রশেখর চিন্তিত इईटनन-जूलिटनम, | লক্ষণ ভাল নহে। বলিলেন, । | “ শৈবলিনি! আমার সঙ্গে আইস!” : প্রথমে শৈবলিনী, গুনিতে পাইল না। : পরে চন্দ্রশেখর, তাহার অঙ্গে হস্তীর্পণ । করিয়া দুই তিন বার সঞ্চালিত করিয়া । ডাকিতে লাগিলেন, বলিতে লাগিলেন, , “ আমার সঙ্গে আইল।” : সহসা শৈবলিনী দাড়াইয়া উঠিল, , অতি ভীতস্বরে বলিল, “ চল, চল চল, : শীঘ্ৰ চল, শীঘ্ৰ চল, এখান হইতে শীঘ্ৰ । সেই শীত, সেই সর্পারণা, সেই কদৰ্য্য সেই নরকে পিশাচেরা কণ্টকের রক্ষু | হস্তে, বৃশ্চিকের বেত্ৰহস্তে নামিল— রঞ্জতে শৈবলিনীকে বাধিয়া, বৃশ্চিক বেত্রে। তাহাকে প্রহার করিতে করিতে লইয়া চলিল; তালবৃক্ষ পরিমিত প্রস্তরমী । टूरमन्द्रौ হস্তোত্তোলন করিয়া তাহাদিগকে বলিতে লাগিল—” মার! মার! আমি । বারণ করিয়াছিলাম! আমিনীেকা হইতে । ফিরাইতে গিয়াছিলাম, শুনে নাই! মার মার! যত পারিস মার! আমি উহার পা । পের সাক্ষী! মার! মার!” শৈবলিনী যুক্ত করে, উন্নত আননে, সজল নয়নে স্থলরীকে মিনতি করিতেছে ; মুন্দরী গুনিতেছে না; কেবল ডাকিতেছে “ মার! : { সতী ! মারা মারা শৈবলিনী, আবার মার! অসতীকে মার! আমি সতী, ও অ- { চল!” বলিয়াই, বিলম্ব না করিয়া, গুহ কীট রাশিতে গগন অন্ধকার! দেখিল, দ্বারাভিমুখে চুটিল, চন্দ্রশেখরের প্রতীক্ষা না করিয়া, দ্রুতপদে চলিল । দ্রুত চ- , লিতে, গুহার অস্পষ্ট আলোকে পদে শিলাখণ্ড বাজিল, পদস্থলিত হইয়। শৈব লিনী ভূপতিত হইল। আর শব্দ নাই। : চন্দ্রশেখর, দেখিলেন শৈবলিনী আবার । মূচ্ছিন্ত হইয়াছে। তখন চন্দ্রশেখর, তাহাকে ক্রোড়ে করিয়া গুহা হইতে বাহির হইয়া, যথায় । পৰ্ব্বতাঙ্গ হইতে অতি ক্ষীণ নিঝরিণী । নিঃশব্দে লোকার করিতেছিল—তথায় ; আনিলেন। মুখে জলসেক করাতে, এ}বং অনাবৃত স্থানের অনবরুদ্ধ বায়ুস্পশে । শৈবলিনী সংজ্ঞালাভ কীিয়া চক্ষু চাহিল { —বলিল, “ আমি কোথায় আসিয়াছি।” { চন্দ্রশেখর বলিলেন, “ আমি তোমাৰুে{ | } সেইরূপ, দৃষ্টিস্থির লোচনবিষ্কারিত বাহিরে আনিয়াছি”

  • . اسم : قتان تفت تنستانتیننت تنسنت