बनव-fम, रेखा", •२०° ) মধুমতী । মধুমতী । উপন্যাস। কয় বৎসর পূৰ্ব্বে তটপস্থায় ঢাকা হইতে কলিকাতায় যাতায়াত করিতে, মহম্মদ পুর নামক ক্ষুদ্র গ্রামের নীচে, মধুমতী নামী তরঙ্গময়ী নদী পার হইতে হইত। তাহার নামান্তর “এলেন খালি।” একদা নিদাষের প্রচও বটিকাবসানে য়াত্রিশেষে মধুমতীর উপকূলে সেই গ্রামে একখানি শিবিক থামিল । তাকের বেহারার প্রথামত,শিবিক রাখিয়া, বখশিষ লইয়া, পলায়ন করিল। ভিতর হইতে অতি সুন্দর পঞ্চবিংশতি বর্ষীয় এক যুবপুরুষ নির্গত হইয়া, ইতস্ততঃ অন্ত বাহকদিগের অমুসন্ধান করিতে লাগিলেন । কিন্তু কাহাকেও দেখিতে না পাইয়াকিঞ্চিৎ দূরে গেলেন, এবং নিকটস্থ একখানি ভগ্ন ফুটরের দ্বারে আঘাত করিলেন। কুটার বাসী জিজ্ঞাসা করিল, “কে দ্বার ঠেলে?” যুবক উত্তর করিলেন, “আমি পথিক, এই গ্রামে একজল ডাকের বেহীরা থাকিবার কথা ছিল, তাহারা কোথায় বলিতে পার?” কুটার বাসী কহিল, “তাহার রাত দশটা পৰ্যন্ত এইখানে ছিল; কিন্তু বড় আসাতে চলিয়া গিয়াছে”। যুবক নিরাশ হইয়া প্রত্যাবৰ্ত্তন করিলেন। রজনী দ্বিতীয় প্রহয়, অনন্তনীলাকাশে পূর্ণচন্দ্ৰ হাসিতেছে, পৃথিবী স্থির, সুশীতল; পশু, পক্ষী, গ্রাম | কাষ্ঠ ও একখানি নৌকার হাল। বুঝি { -হইয়াছিল, তৎ কর্তৃক কোন নৌক | মিক করিয়া তৎপ্রতিবিম্ব নাচিতেছে। সুশীতল নৈদাঘ বায়ু মন্দ২ বহিতেছিল। বাসী, সকলেই নীরব; কেবল কোথাও মনুষ্য পদশব্দে উত্তেজিত কুকুরের রব, আর কখনং অতিদুরনিঃস্থত গ্রাম্য | প্রহরীদিগের চীৎকারধ্বনি শুনা যাইতে श्नि । शूबक चडाट्वब्र cनोलर्षी श्रब- ! লোকনে অন্যমন হইয়া, মধুমতীর তটে । পদ চারণ করিতে ছিলেন;–হঠাৎ চমৎ- { झऊ इहेग्रां मैंाज्जाहेरनन्। দেখিলেন | তাহার সম্মুখে জলের অনতিদূরে একটি | শ্বেত পদার্থ। পদার্থটি মৃত মনুষ্য দেহ । ] তাহার অনতিদূরে দুই একখানি ভগ্ন । লেন, যে নিশারম্ভে যে প্রবল ঝটিকা | জলমগ্ন হইয়াছিল এবং এই হতভাগ্য | ব্যক্তি তাহীর একজন আরোহী । যুবক রাজধানী সন্নিকটবর্তী—লাগ্রামের | একজন সৌষ্টবান্বিত ব্ৰাদ্ধধৰ্ম্মাবলম্বী কায়-- স্থের পুত্র; তাহার নামকরালীপ্রসন্ন। তিনি বিংশতি বৎসর বয়ঃক্রমপর্য্যস্ত ইংরাজি বি | দ্যাভ্যাস করিয়া, বিশ্ববিদ্যালয়েৰ উপাধি | প্রাপ্ত হওনাস্তৱ,মেডিকেলকলেজেচিকিৎ | সাবিদ্যাশিক্ষায় প্রবৃত্ত হন। এবং তথা |
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।