পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo মধুমতী । (वनक्र्मन, रेजी:, s९४० ।। যথারীতি অধ্যয়ন করিয়া, গৌরবের সহিত পরীক্ষায় উত্তীর্ণ হইয়া,পূর্ব বাঙ্গলায় এক প্রধান চিকিৎসকের পদে অভিষিক্ত হন। অদ্য ডাক যোগে কৰ্ম্মস্থানে যাইতেছিলেন। পথিমধ্যে এই আড়ডায় বাহক না পাওয়াতে, এই অবস্থায় পতিত হইয়াছিলেন। " করালীপ্রসন্ন ভাবিলেন, যদি এই ব্যক্তি এই রাত্রের ঝড়ে জলমগ্ন হইয়া থাকে তবে এখনও চেষ্টা করিলে, ইহাকে পুনজীবিত করা যাইতে পারে । করালীপ্রসন্ন মৃতদেহের নিকট যাইয়া, বিশেষ করিয়া নিরীক্ষণ করিতে লাগিলেন । এবং দেখিলেন যে দ্বাবিংশতি বৎসর বয়স্ক পরম সুন্দরীর দেহ। দেহ যেন পৃথিবীর রিপু বর্জিত হইয়া, স্বৰ্গীয় কাস্তি ধারণ করিয়াছে। এবং চন্দ্রালোকে বোধ হইল, যেন মৃত রমণীর ওষ্ঠে অপূৰ্ব্ব হাসি শোভা পাইতেছে। করালীপ্রসন্ন অনেকক্ষণ অবধি অনন্যমনে শব নিরীক্ষণ করিতে লাগিলেন । করালী অ র্তাহার নয়নগোচর হয়নাই। করালী নিঃসঙ্কোচে মৃত রমণীর দেহ স্পর্শ করিলেন; এবং তাহার হস্ত পদাদি চালনা ও অন্যান্য কৌশলের দ্বারাদেহ হইতে জল নিগত করাইলেন; এবং যতক্ষণ পৰ্য্যন্ত এক| ফেঁটা জল পড়িল, ততক্ষণ চেষ্টার ক্রট করিলেন না। তৎপরে মৃত দেহ ভূমিতে স্বাধিয়া শিবিক হইতে কোন দ্রব পদার্থ নেক সুন্দরী দেখিয়াছিলেন, কিন্তু তাহার, বোধ হইল, যেন, এমত সুন্দরী কখন. ও একখান ফুলেন বস্ত্র লইয়া গেলেন। এবং ঐ বস্ত্রদ্বারা অনেকক্ষণ পৰ্য্যন্ত মৃত রমণীর হস্তপদাদি ঘর্ষণ করিতে লাগিলেন। তৎপরে দ্রব পদার্থ তাহার ওষ্ঠ ভেদ করিয়া ঢালিলেন, কিন্তু পদার্থ তৎক্ষণাৎ দুই কশদিয়া পড়িয়াগেল, গলাধঃকরণ হইল না। ইত্যবসরে, করালী মৃতদেহ কর্দম হইতে পরিষ্কার করিয়া ঘাসের উপর রাখিলেন । रुद्रांनौ छूहे ठिन चर्ग •र्षांख् ८कडे করিলেন, কিন্তু কোন মতেই কামিনীকে পুনৰ্জ্জীবিত করিতে পারিলেন না। শেষে হতাশ্বাস হইয়া, শিবিকায় প্রত্যাগমন করিলেন,এবং দ্বার রুদ্ধ করিয়ানিদ্রা যাইবার চেষ্টা করিলেন,কিন্তুনিদ্রাআসিল না। সেই নদী সৈকত শারী অপূৰ্ব্ব মহিমাবিশিষ্ট মৃত রমণীর মুখমণ্ডল মনে পড়িতে লাগিল।. করালী অন্যদিকে মন ফিরাইতে যত্ন করিলেন, কিন্তু সফল হই লেন না । তিনি শিবিকার দ্বারোদঘাটন করিলেন এবং সহসা তাহার বোধ হইল যেন নিদাঘের গ্রীষ্ম যন্ত্রণায় নৈশ সমীরণ সেবনাৰ্থ, কোন ব্যক্তি চঞ্জালোকে মধুমতীতীরে শয়ন কুরিয়া আছে। সেই হতভাগিনী সুন্দরী। যাহাকে প্রাসাদোপরি স্বকুমার পুষ্পশয্যায় অাদরে শয়ন করাইয়া, যত্নে ব্যজন করিয়া, মধুর সঙ্গীতে নিত্রিত ক রিয়া, সৌন্দৰ্য্যমুগ্ধ স্বামীর আকাঙ্ক্ষা পরি তৃপ্ত হইত না, এখন সে নদী সৈকতে, | কর্দমশয্যায় পড়িয়া আছে। করালী অল্প |