बश्रम-fम, रेंज it, ۹۰ و( মধুমতী i ૧ বয়স্ক, মৃত সুন্দরীর জন্য র্তাহার চক্ষে এক ফোট জল পড়িল। রুরালী অন্যমনস্ক হইবার জন্য শিবিকার ভিতরে আলো জালিয়া, একখান পুস্তক পড়িতে চেষ্টা করিলেন, অবশেষে নিদ্রার আবির্ভাব হইল। আলো নিৰ্ব্বাণ করিয়া শয়ন করিলেন, কিন্তু,নিদ্রা কষ্টজনক হইল। করালী নিদ্রায় স্বপ্ন দেখিলেন, যেন সেই মৃত কামিনী শ্মশান শয্যা ত্যাগ করিয়া,শিবিকার দ্বারোদঘাটন পূৰ্ব্বক, তাহার সম্মুখে দাড়াইয়া আছে এবং প্রেম পরিপূরিত লোচনে তাহার প্রতি চাহিয়া কি বলিতেছে। করালী চমকিয়া উঠিলেন, এবং শিবিকার দ্বার খোলা দেখিয়া বিস্ময়াপন্ন না। মধুমতীর তটে যেস্থলে মৃতদেহ রাখিয়াছিলেন; সেইদিকে দৃষ্টিনিঃক্ষেপ করিলেন। কিন্তু আশ্চৰ্য্য! সেস্থলে শব নাই। চকিতের ন্যায় চতুদিকে দৃষ্টি নিঃক্ষেপ করিলেন, কোথাও কিছু দেখিতে পাইলেন না। যামিনী প্রায় অবসন্না হইয়াছে। চন্দ্র অস্তগত প্রায়। পূৰ্ব্বদিক ঈষৎ পরিষ্কার হইয়াছে। বিহঙ্গম কুল কল কল রব করিয়া দিদিগন্তে যাইতেছে। আর নদী মধুমতী উষার খরতর সমীরণে कथंग्ला झईग्ना रुळा कल ब्रय रुब्रिएउटछ् । করালী ইতস্ততঃ দেখিতেই মধুমতীর কুলেরদিকে চলিলেন, কিন্তু কিছুই দেখিতে পাইলেন না। করালী একবার মনে ভাবিলেন শৃগাল কুৰুরে আহার নিমিত্ত কোন বনে শব লইয়াগিয়াছে। এই স্থির a S করিয়া শিবিকায় প্রত্যাবর্তন করিলেন । শিবিকার নিকট আসিয়া তাহার আর পা | উঠিল না, শরীর রোমাঞ্চ হইল, বুদ্ধি লোপ হইল। মৃত রমণীদেহ নদীকুলশয্যা ত্যাগ করিয়া, করালীর শিবিক | পার্থে শয়ন করিয়া আছে। করালী প্রসন্ন অনেকক্ষণ প্রস্তরবৎ দাড়াইয়ারছিলেন। একি কেহশব তুলিয়া এখানে ফেলিয়া গেল ? না পৈশাচ ধৰ্ম্ম প্রমাণীকৃত করিয়া শব এখানে অ|- } পনি আসিয়াছে ? স্থির বুদ্ধির নিকট কোন ভ্রম থাকে না। করালী শবের প্রকোষ্ঠে অঙ্গুলি অর্পণ করিয়া দেখিলেন জীবনস্রোতঃ বহি- । তেছে। নিঃশ্বাসাদি পরীক্ষা করিলেন, } দেখিলেন, এ শব নহে, সুন্দরী জীবিত ৷ | কিন্তু নিদ্রিতা, অথবা মুচ্ছিতা। করালী | এখন বুঝিলেন, যে, যুবতী তাহার চিকিৎসা প্রভাবে পুনৰ্জ্জীবিত হইয়া শিবিক পৰ্য্যন্ত আসিয়াছিলেন । এবং তাহারই দ্বারা শিবিকার স্বারোদঘাটন হইয়াছিল। পরে তিনি ক্লান্ত হইয়া মুচ্ছিত হইয় থাকিবেন । করালী ধীরে ধীরে যুবতীকে শিবিকার ভিতর শোয়াইলেন। গ্রামবাসী জনৈককে পুরষ্কার অঙ্গীকার করিয়া, অতি ত্বরায় একখানি সৈয়দ পুরে পান্লী ভাড়া করিলেন বাহক আনাইয়া, পালকী সহিত যুবতীকে নৌকায় তুলিলেন, এবং একটি কামরায় আপনি স্বয়ং শয্যা রচনা করিয়া, অতিযত্নে রমণীকে উহাতে স্থাপিত করিয়া, অ
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।