- - (बचबर्थन, Rwyr, ༤རི་རྩྭ་༠ i কাজ করিয়া পরিচায়িকাকে জিজ্ঞাসা করিতেন, “ৰাম! বাৰু এলেনবুঝি’? কিন্তু যখন বামার উত্তরে বুঝিতেন, যে তাহার ভ্রম মাত্র, তখন আবার পা ছড়াইয়া কাদিতে বসিতেন । করালী প্রসন্ন পঞ্চবিংশতি বর্ষীয় যুব পুরুষ,মধুমতীরস্তায়ভুবনমোহিনীরূপসীর সহবাসে যে মনহরাইবেন,তাহারবিচিত্র কি? অষ্ট্রে পৃষ্ঠে মধুমতীর প্রণয়পাশে জড়িত হইয়া অকুল সাগরে ঝাপ দিলেন। মধুমতী স্ত্রীরত্ন, কেমন করে অধিকার করিবেন, অমুদিন তাহাই চিন্তা করিতেন । মধুমতী বিবাহিতা কি অবিবাহিতা সে বিষয় সৰ্ব্বদাই আন্দোলন করিতেন। মধু মতী বিধবা হইলে তাহার বিবাহের কোন আপত্তি ছিল না, কেননা তিনি ব্রাহ্ম,কিন্তু মধুমতী যে সধবা নন, সে বিষয়ে তাহার এক প্রকার সংশয় দূর হইয়াছিল, কেননা যখন মধুমতীকে মৃতাবস্থায় দেখিতে পান, তখন হস্তে একখানি ও গহনা ছিল না । হইতে পারে দস্থ্য কর্তৃক তাহা অপহৃত হইয়াথাকিবে। কিন্তুমধুমতীর প্রণয়কাঙ্ক্ষায় তাহার মন এতই চঞ্চল হইয়াছিল, যে সে সংশয় মনে মাসিল না। করানীপ্রসন্ন মধুমতীকে বিবাহ করাই স্থির করিলেন । একদিন করালীপ্রসন্ন মধুমতীকে পাঠাভ্যাস করাইতেই কহিলেন, “মধুমতি—” মধুমতী তাহার প্রতি চাহিয়া রহিল। মুখে কথা কুটিল না । কোন কোন সমরেকরালীরসম্মুখে মধুমতীর কথা ফুটিত তেন। তখন কথা ফুটিত। দিকে পশ্চাৎকরিয়া মধুমতীর সম্মুখে বসিभधूमउँौ অমনি ব্যস্ত হইয়া বলিতেন “এই দিকে বস” কেন না করালীর মুখ অন্ধকার হওয়াতে তিনি ভাল করিয়া দেখিতে পাই তেন না । এইদিকে বসিলে মুখ অন্ধকার ঘুচিয়া আলোক ময় হইবে এবং মধুমতী তৃপ্তি পুৰ্ব্বক তাহাকে দেখিতে, পাইবে। এদিন করালীপ্রসন্ন জিজ্ঞাসা করিলেন, “মধুমতি, তুমি সধবা না বিধবা” তাহ কিছু তোমার মনে পড়ে ? এবার মধুমতী কথা কহিল। বলিল, “বিয়ের কথা কিছু মনে পড়ে না। বোধ হয় বিধবা ।” • - ক । “ আমার তাই বোধ হয়, কেননা, তোমায় যখন নদীর তীরে পাইয়াছিলাম, তখন তোমার অঙ্গে কোন অলঙ্কার ছিল না।” ম। * তবে আমি বিধবা ।” করালীয় মুখ প্রফুল্প হইল। পুনরপি বলিলেন, “বিধবার বিবাহ হয় জান ?” ম। “তোমারই মুখে শুনিয়াছি।” ক । “তুমি আবার বিবাহ করিবে ?” ম। “করিব না কেন ?” ক। ‘কাকে বিয়ে কৰে ?” ম। “তুমি যাকে বল।” ক । “আমাকে ?” মধুমতী তখন লজ্জার মুখ নত করি, মৃছ২ স্বরে কহিল,“করিব।” করালী আর | কখন মধুমতীকে লজ্জিত দেখেন নাই। ==="
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।