বদর্শন, জ্যৈ, ২৮• } মধুমতী । १७ রণে আরোহণ করিয়া জাহ্নবীর হৃদয়ে বিচরণ করিতে লাগিল। হামাসুন্দরী জিজ্ঞাসা করিলেন, “হঠাৎ স্বমন করিয়া বসিলি যে ?” মধুমতী উত্তর করিল, “ঠাকুররি, পূৰ্ব্বকার কথা আমার কিছু মনে পড়ে না, কিন্তু এই গান শুনিয়া আমার একটা কথা মনে পড়িতেছে। আমি যেন একটি গান জানিতাম।” ভামা। গান ত সকলেই জানে—সে আর মনে পড়িবার কথা কি ? গায়ক অতি পরিস্ফুট স্বরে আকাশ বিদীর্ণ করিয়া,গায়িতে লাগিল। মধুমতী বড় চঞ্চল হইল—বলিল, “শুধু একটি গান জনিতাম তাহা নহে—একটি গান বড় ভাল বাসিতাম; সৰ্ব্বদাই শুনিতাম মনে হইতেছে। বুঝি সে এই স্বর। এ স্বরে আমাকে পাগল করিয়া তুলিতেছে। দেখ দেখি কথা বুৰা যায় কি না ?” উভয়ে মনোভিনিবেশ পূর্বক শুনিতে লাগিলেন। গীতের একটি পদ স্পষ্ট বুঝা গেল— . “আদর তরঙ্গ বহে, রূপের সাগরে—” বিদ্যুত্যাগ্নিবৎ এই কথা মধুমতীর হৃদয় মধ্যে প্রবেশ করিল। সেই পূৰ্ব্বক্রত গীত বটে। যেমন সভা মণ্ডপে পরিচারক একটি প্রদীপ লইয়া সহস্র দীপ'জালিত করে, এই গীতে মধুমতীর সেই রূপ হইবার উপক্রম হইল। “অাদর তরঙ্গ”— জাদর–আদরিণী নাম টি মনে পড়িল । কাহার সামজাদরিণী?তাহাও মনে পড়িল। মধুমতী মনশ্চক্ষে দেখিতে লাগিলেন— একক্ষুদ্র স্বচ্ছ পুষ্করণী-চারিপাশে কদলী, দাড়িম্ব, আম্রাদি বৃক্ষ, তন্মধ্যে অনতি বৃহৎ বাসগৃহ। তন্মধ্যে আদরিণী-আদরিণী আর এক জন—এক দাড়িম্ব, তলার উভয়ে পরস্পর স্বন্ধে হস্তার্পণ করিয়া—মধুমতী তখন দুই হস্তে মুখাবরণ করিয়া চীৎকার করিল না । হামা দেখিলেন, তাহার কলেবর স্বেদাক্ত, কম্পবিশিষ্ট, এবং মূচ্ছার পূৰ্ব্বলক্ষণ বিশিষ্ট । মধুমতী চক্ষু বুজিয়া তাহার ননদিনী শুামাসুন্দরীর হস্ত দৃঢ়মুষ্টিতে ধরিলেন। খামাসুন্দরী মধু মতীকে পীড়িত বুঝিয়া জিজ্ঞাসা করিলেন, “কি হইয়াছে বউ” । কিন্তু উত্তর নাই । মধুমতী মূচ্ছ। যান নাই, অজ্ঞান হন নাই, চীৎকার করেন নাই, অথবা কাদেন নাই, কেবল মাত্র স্তম্ভিত হইয়া চক্ষু বু জিয়া শু্যামাসুন্দরীর হস্ত ধারণ করিয়া রহিলেন । কিন্তু মুচ্ছরি লক্ষণ বুঝিয়া র্তাহার ননন্দ তাহার হস্ত ধারণ করিয়া শয়ন গৃহে যাইয়া তাহাকে পর্যাঙ্কে শয়ন করাইলেন। মধুমতী কলের পুত্তলির স্থায় গুইলেন। শুামামুন্দরী ও মধুমতী এক শয্যায় শয়ন করিলেন। যামিনী প্রভাত হইল। গবাক্ষ নিকটস্থ বৃক্ষে একটি পাপিয়ার ধবনিতে শু্যামার নিদ্রা ভlঙ্গিল, নিদ্রা ভঙ্গ মাত্র মধুমতীর প্রতিদৃষ্টি নিঃক্ষেপ করিলেন,কিন্তু শিহরিয়া উঠিলেন। গত রাত্রে খাম৷ মধুমতীকে স্বর্ণ প্রতিমার ভায় দেখিয়াছিলেন। কিন্তু আজ প্রাতে মধুমতীকে অঙ্গার খণ্ডের স্থায় দেখিলেন। ছয় ঘণ্টার মধ্যে च ।
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।