# qur भशूवडी। " (बणार्थम, 'च्ाः, s२७० ।। দও রাত্রি হইল। প্লথমরাত্রে জ্যোৎস্না। গোপাল অবধারিত সময়ে গঙ্গাতীরে আসিয়া দাড়াইল । কুলে কাহাকে দেখিতে পাইল না—কিন্তু দেখিল যে, বক্ষঃ পরিমিত জলে দাড়াইয়া একজন স্ত্রীলোক গাত্র ধৌত করিতেছে। গোপাল চিনিল যে সেই আদরিণী। বলিল, “ আমি আসিয়াছি।” আদরিণী বলিল, “আর একটু দাড়াও —আমার এখনও বিলম্ব আছে । দাড়াইয়াই বা কি করিবে, আমার নিকটে এই জলে আইস, একবার আমর। অগাধ জলেও ডুবি নাই এই বুক জলে ভয় কি ? আমার যাহা বলিবার তাহা এই গঙ্গা জলে দাড়াইয়া তোমাকে বলিব ।” গোপাল জলে নামিয়া আদরিণীর নিকটে গিয়া দাড়াইল । আদরিণী বলিল, “ আমি যাহা বলিব, বোধ হয় তুমি তাহা বিশ্বাস করিবে না । তুমি বিশ্বাস কর বা না কর আমি সত্য কথা বলিব।’ এই বলিয়া মধুমতী পূৰ্ব্ব ঘটনা সকল সেই জ্যোৎস্না প্রফুল্লিত গঙ্গাতরঙ্গ মধ্যে দাড়াইয়া, সেই বিজন স্তন্ধ মধ্যে মৃদ্ধ গ স্তীর স্বরে আদ্যোপান্ত বিবরিত করিল। করালীর সহিত বিবাহের কথা বলিল । গোপাল মমূর্ষবৎ সকল শুনিল। আদরিণীর কথা সমাপ্ত হইলে গোপাল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল । “ আমার যাহ কপালে ছিল তাহ ঘটিস্বাছে। কিন্তু তুমি এক শত বিবাহ করি লেও আমার অত্যজ্য। তুমি আমার গৃহে চল । আমরা এ দেশ ত্যাগ করিয়া, দেশাস্তরে গিয়া এ কলঙ্ক লুকাইব । কেহ জানিবে না—আমরা আবার স্বখে ' দিন যাপন করিব।” গোপালের অবিচলিত স্নেহ দেখিয়া, এবং আপনার পূর্ব প্রণয় স্মরণ করিয়া আদরিণী গঙ্গাস্রোতের উপর দর বিগলিত অশ্র ধারা বর্ষণ করিতে লাগিলেন। তখন, আর দুইপদ অগ্রসর হইয়া,গলদেশ পরি. মিত জলে দাড়াইয়া, মধুমতী অতি কাতর স্বরে বলিতে লাগিলেন , “আমি এখন তোমাকে প্রতারণা করিব না—আমি তোমার গৃহে যাইব কি প্রকারে ? আমি পরের। আমার প্রাণ পৰ্য্যন্ত পরের। আমি মহা পাপিষ্ঠা— আমি তোমার স্নেহ ভুলিয়া গিয়াছি। আ মার সকল ভালবাসা নুতন স্বামীর প্রতি। আমি তোমার গৃহে যাইব না।” এই বলিয়া আদরিণী আর একপদ জলে অগ্রসর হইলেন। জল চিবুক পৰ্য্যন্ত হইল। তখন মুখ গোপাল, আদরিণীর দুরভিসন্ধি সহসা বুঝিতে পারিয়া, ক্ষিপ্তের মত চীৎকার করিয়া নদীর তট প্রতিধ্বনিত করিতে লাগিল;—ডাকিল, “আদিরিণি—প্রাণাধিকে !—ওকি—রক্ষা কর এ সৰ্ব্বনাশ করিও না।” এই বলিয়া আদরিণীর উভয় হস্ত ধারণ করিয়া আকর্ষণ করিতে লাগিল । , चांनब्रिगैौ, श्रङि दौटब, अङि शृश्त्ररह, আধরপ্রান্তে বিশ্বমোহিনী হাসি হাসিয়া, - ----------- ை _
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।