মনা করি জীবন So o এই রূপে বনদেবী, বসে পতি পাশে, কার্পাসে কঙ্কশ বস্ত্র বুনে বিনোদিনী, স্ববর্ণ অঙ্গুলিচয়, কিন্তু কোমলতাময়, নাচে তন্ত্র যন্ত্রে, গায় নীচে কলোলিনী । -* X > কাছে শুয়ে প্রাণেশ্বর, দেখে প্রেম ভরে, মন্দ সমীরণে যথা চম্পক কুসুম, তেমতি প্রিয়ার কর, নাচিতেছে নিরস্তর, হাসিতেছে পতিপ্রেমে পৰ্ব্বতপ্রস্থন । > R কছু কাৰ্য্য অন্তরালে পতিমুখপানে, নিরখিতে বিনোদিনী সতৃষ্টনয়নে, ভুলিয়াছে নত করে দেখি বামা লাজ ভরে চাহে প্রাণেশের পানে, সম্মিত নয়নে । 3) কুটিল কটাক্ষপূর্ণ নহে সে দর্শন ; নহে সে সরল হাসি কুটিলতা ময় ; মোহিল জুমিয়া মন, হাসিয়া সে সেইক্ষণ, চুম্বিল প্রিয়ার মুখ-অমৃত আলয় । S 8 मैडाडाव जनडाडा সহিতে না পারি, পবিত্র দাম্পত্যপ্রেম—অপার্থিব ধন, ছাড়াতে সভ্যতা দায়, পশেছে অরণ্যে হায়! প্রেমের আবহ ওই জুমিয়া জীবন। { बजनसंम, ब्वाँचls, s९४० ।। Y & পতি পত্নী একচিত্ত, ७कई खैौवन ; উভয় জীবন স্রোতঃ বিবাহ অবধি, এক অঙ্গে পরিণত, একই বিমল স্রোতে বহে নিরবধি । '\! দিবস যামিনী, বন-কপোত যেমন, একত্রে আহার, বনে একত্রে ভ্রমণ, একত্রে প্রবেশি বন, কাটে “জোম,” দুই জন, একত্রে ফিরিয়া'মঞ্চে, একত্রে শয়ন। › ፃ নাহি ভবিষ্যত চিন্তা, অভাবের ভয় ; অনন্ত পৰ্ব্বতরাজ্য স্বর্ণ প্ৰসবিনী, অতি অল্প পরিশ্রমে, ষোগায় জুমিয়া গণে, আহার্য সামগ্রী চয় ভাৰ্য গৌরঙ্গিী। ty পৰ্ব্বতবিহারী ওই সমীরণমত, স্বাধীন জুমিয়া গণ; যথা ইচ্ছা হায়! প্রাণের প্রেয়সী সনে, বেড়ায় নিবিড় বনে, স্বখের সাগরে আহা ! ভাসিয়া বেড়ায়। ఏసి বিদ্যার বিমল জ্যোতিঃ তাদের নয়নে, দুরাকাজা মরীচিকা করেনি স্বজন, । সুখের তৃষ্ণায় হায় ! কন্তু নাহি ছুটি যায়, আশা কুহকিনী মস্ত্রে হইয়া মগন ।
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।