পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ゲ8 চন্দ্রশেখর । (बध्rष-मि, eो*, ४ २४०॥ থায় গিয়াছিলেন-অদ্যপি প্রত্যাগমন করেন নাই । গ্রামবাসীরা চীৎকার কোলাহল, বন্দুকের শব্দ, এবং রোদন ধ্বনি শুনিয়ণ শয্যা ত্যাগ করিয়া বাহিরে আসিয়া দেখিল, যে চন্দ্রশেখরের বাড়ী ডাকাইতি হইতেছে—অনেক মশালের আলো । কেহ অগ্রসর হইল না । তা লুকাইয়াছে, কুখনই জালিৰে ” গ্রী চীনেরা বলিল, “আর আসিবে না– আসিলেগু চন্দ্রশেখর তাহাকে আর ঘৰে লইবে না। যে পালকী দেখিলে, ঐ পালকীর মধ্যে সে গিয়াছে।” যাহারা প্রত্যাশা করিতেছিল ষে শৈব লিনী আবার ফিরিয়া আসিবে, তাহার হারা দূরে দাড়াইয়া দেখিল যে বাড়ী | দাড়াইয়া, দাড়াইয়া, শেষে বসিল । ৰ ডাকাইতেরা একে২ নির্গত হইল। | সিয়া বসিয়া, নিদ্রায় ঢুলিতে লাগিল । বিস্মিত হইয়া দেখিল যে কয়েকজন বাহকে একখানি শিবিক স্কন্ধে করিয়া গৃহ হইতে বাহির হইল। শিবিকার দ্বার রুদ্ধ— সঙ্গে পুরন্দরপুরের কুঠির সাহেব ! দেখিয়া সকলে সভয়ে নিস্তব্ধ হইয়া সরিরা দাড়াইল । দক্ষ্যগণ চলিয়া গেলে প্রতিবাসীরা গৃহ মধ্যে প্রবেশ করিল । দেখিল, দ্রব্য সামগ্ৰী বড় অধিক অপহৃত হয় নাই— অধিকাংশই আছে। কিন্তু শৈবলিনী নাই । কেহ২ বলিল, “সে কোথায় দুলিয়া ঢুলিয়া, বিরক্ত হইয়া উঠিয়া গেল। শৈবলিনী আসিল না । সুন্দরী নামে যে যুবতীকে আমর প্রথমে পরিচিত করিয়াছি, সেই সকলের শেষে উঠিয়া গেল । স্বন্দরী - চন্দ্রশেখরের প্রতিবাসিনীর কন্যা, সম্মন্ধে তাহার ভগিনী, শৈবলিনীর সর্থী। আবার তাহার কথা উল্লেখ করিতে হইবে বলিয়া, এ স্থলে এপরিচয় দিলাম । সুন্দরী বসিয়া বসিয়া, প্রভাতে গৃহে গেল। গৃহে গিয়া কঁাদিতে লাগিল । ) স্বপ্ন প্রয়াণ । প্রথম সর্গ। • মনোরাজ্য প্রয়াণ । সুপ্তিতে ডুবিয়া গেল দাগরণ সাগর-সীমায় যথা অস্তযায় জলন্ত তপন । স্বপন রমণী, আইল অমনি, নিঃশব্দে যেমন সন্ধ্যা করে পদার্পণ ॥ স্বকোমল চরণ-কমল দুটি ছোয় কি না ছোয় মাটি, আঁচল ধরায় পড়ে লুটি”। করে পদ্মফুল, করে ছল ছল, অলসিত আঁখি সম আধো আধো ফুটি"