| సిసి Sు s চঞ্চল জগৎ। to (दन्नम*म, ভts, ১ ২৮e l দূরবীক্ষণ সহাষ্যেও অস্পষ্ট দৃষ্ট আলোকবিন্দু বলিয়া বোধ হয়, তাহাতে ক্ষণ মাত্রে যে সকল উৎপাত ঘটিতেছে, পৃথিবীতলে দশবর্ষের নৈসৰ্গিক ক্রিয় একত্রিত করিলেও তাহার তুল্য হইবে না। স্বৰ্য্যমণ্ডলে সামান্ত মাত্র কোন পরিবর্তনে যে বিপ্লব ও নৈসৰ্গিক শক্তিব্যয় সুচিত হয়, তাহাতে পলকমাত্রে এই পৃথিবী ধ্বংস প্রাপ্ত হইতে পারে। প্রচণ্ড বাতার কল্লোল অথবা কৰ্ণবিদরক অশনি সম্পাত শব্দ হইতে লক্ষ লক্ষ লক্ষগুণে ভীম তর কোলাহল অনবরত সেই সৌরমণ্ডলে নির্ঘোষিত হইতেছে সন্দেহ নই। আর এই যে সহস্ৰ সহস্ৰ, স্থির, শীতল, ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতিদ্বগণ দেখিতেছি, তাহাতেও সেই রূপ হইতেছে, কেনন। সকলই স্বৰ্য্যপ্র কৃতি বিশিষ্ট, বরং আমাদিগের স্থৰ্য্য অনেক ! নক্ষত্রের অপেক্ষী ক্ষুদ্র এবং হানতেজা । সিরিয়স নামক অত্যুজ্জল নক্ষত্র, আধা ' দিগের নয়ন হইতে যত দূরে আছে, আম । দিগের স্বৰ্য্য ততদূরে প্রেরিত হইলে, উহ। তৃতীয়শ্রেণীর ক্ষুদ্র নক্ষত্রের ষ্ঠায় দেখা ইত ; আকাশের কতশত নক্ষত্র তদপেক্ষ উজ্জল জালায় জ্বলিত! কিন্তু যদি স্বর্ণ্যকে অল্দেবরণ (রোহিণী ?) কস্তর, বেটেল গুস্ প্রভৃতি নক্ষত্রের স্থানে প্রেরণ করা যায়, তবে স্বৰ্য্যকে দেখা যাইবে কি না সন্দেহ। প্রকৃটর সাহেব বলেন যে আকাশে সে সকল নক্ষত্র দেখিতে পাই, বোধ হয় তাহার মধ্যে পঞ্চাশটিও আমাদের স্বৰ্য্যাপেক্ষ ক্ষুদ্র চুইবে না । অতএব স্বৰ্য্য | | | মণ্ডলে যেরূপ চাঞ্চল্যের অস্তিত্ব অনুমান করা যায়, অধিকাংশ নক্ষত্রে ততোধিক চাঞ্চল্য বর্তমান, সন্দেহ নাই। কেবল তাহাই নহে, স্বৰ্য্য যেমন অতি প্রচণ্ডবেগে, গ্ৰহগণ সহিত, আকাশ পথে ধাবমান, অন্তান্ত নক্ষত্রগণও তদ্রুপ । বরং অনেক নক্ষত্রের বেগ স্বৰ্য্যাপেক্ষা প্রচণ্ড তর । সিরিয়সের গতি প্রতি সেকেণ্ডে । ২০ মাইল, ঘণ্টার ৭২০০০ মাইল । বেগ । নামক উজ্জল নক্ষুত্রের বেগ প্রতি সেকেণ্ডে ৫• মাইল, ঘণ্টায় ১৮০০০০ মাইল; কাঃ , প্রতি সেকেণ্ডে ২৫ মাইল, ঘণ্টার ৩৬০০০ মাইল। পোলাক্সের গতি সেকেণ্ডে ৪৯ : মাইল, প্রায় বেগা দ্যায়। সপ্তর্ষির মধেীর । পাচটির গতি সিরিয়সের ন্যায়, একটির গতি । বেগার স্থায় । এই বেণ অতি ভয়ঙ্কর, বিশেষ যখন মনে করা যায় যে এই সকল । প্রচণ্ডবেগশালী পদার্থের আকার অতি : প্রকাণ্ড (সিরিয়স স্বৰ্য্যাপেক্ষ সহস্ৰগুণ ! বৃহৎ) তখন বিস্ময়ের আর সীমা থাকে न| । - নক্ষত্র সকল অদ্ভুত গতিবিশিষ্ট হইলেও, চারি সহস্ৰ বৎসরেও তত্তালতের স্থান ভ্রংশ মনুষ্যচক্ষে লক্ষিত হয় নাই। ঐ ! সকল নক্ষত্রের অসীম छूद्रडाई श्झांद्र दরণ। উৎকৃষ্ট দূরবীক্ষণ সাহায্যে, আশ্চর্য । মান যন্ত্র ও বিদ্যা কৌশলের বলে আধুনিক জ্যোতিৰ্ব্বিদেরা কিঞ্চিৎ স্থানচ্যুতি পর্য বেক্ষিত করিয়াছেন। তাহাতেই ঐ সকল গতি স্থিরীকৃত হইয়াছে। নাক্ষত্রিক গতিতত্ত্ব অতি আশ্চর্য। حمصنتعیس-. ہے۔۔۔
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।