: os আমাকে সেই দপ্তরটি দিয়া গেল। বলিয়া গেল, তোমাকে ইহা বখশিশ করি লাম । এ অমূল্য রত্ন লইয়া আমি কি করিব ? প্রথমে মনে করিলাম, অগ্নি দেবকে উপহার দিই। পরে লোকহিতৈষী আমার চিত্তে বড় প্রবল হইল। মনে করিলাম, যে ষে লোকের উপকার না করে, তাহার বৃথায় জন্ম। এই দপ্তরটিতে অতুাৎকৃষ্ট অনিদ্রার ঔষধ আছে—যিনি পীড়বেন র্তাহারই নিদ্রা আসিবে। র্যাহারা অনিদ্র রোগে পীড়িত তাহাদিগের উপকরীর্থে আমি কমলাকান্তের রচনা গুলি প্রচারে প্রবৃত্ত হইলাম। সংখ্যাক্রমে তাহ প্রকাশ হইবে। অদ্য “এক” নামে প্রবন্ধটি প্রকাশ করিব । শ্ৰীভীষ্মদেব খোষ নবীশ প্রথম সংখ্যা । একা । “কে গায় ওই ?” বহুকাল বিস্তৃত স্থখস্বপ্নের স্মৃতির স্তার ঐ মধুর গীতি কর্ণরন্ধে প্রবেশ করিল। এত মধুর লাগিল কেন? এই সঙ্গীত যে অতি সুন্দর, এমত নহে। পথিক পথ দিয়া, আপন মনে গায়িতেই যাইতেছে। জ্যোৎস্নাময়ী রাত্রি দেখিয়া, তাহার মনের আনন্দ উছলিয়া উঠিয়াছে। স্বভাবতঃ তাহার কণ্ঠ মধুর;—মধুর কণ্ঠে, এই মধু কমলাকাস্তের দপ্তর । | ۰جه د ,:3wrfs, st) কারতেই যাহতেছে । তবে বহুতন্ত্রাবাশ৯ বাদ্যের তন্ত্রীতে অঙ্গুলি স্পর্শের দ্যায়, ঐ গীতধ্বনি আমার হৃদয়কে আলোড়িত করিল কেন? কেন, কে বলিবে? রাত্রি জোংরামী —নদী সৈকতে কৌমুদী হাসিতেছে। অৰ্দ্ধাবৃত সুন্দরীর নীল বসনের স্তায় শী { শরীরা নীলসলিলা তরঙ্গিণী, সৈকত বেষ্টিত করিয়া চলিয়াছেন; রাজপথে, কেবল আ৷ নন্দ—বালক, বালিকা, যুবক, যুবতী, প্রৌঢ়া, বৃদ্ধ, বিমল চন্দ্রকিরণে স্নাত ই ইয়া, আনন্দ করিতেছ। আমিই কেবল নিরানন—তাই ঐ সঙ্গীতে আমার হৃদঘ যন্ত্র বাজিয়া উঠিল"। to আমি একা—তাই এই সঙ্গীতে আমার শরীর কণ্টকিত হইল। এই বহুজনাকীর্ণ । नशी भएमा, यहे आननन्भय, अनश्न छन। স্রোতোমধ্যে, আমি এক । আমিও কেন ঐ অনন্ত জনস্রোতোমধ্যে মিশিয়া, এই | বিশাল আনন্দতরঙ্গতাড়িত জল বুদ্বুদ সমূ হের মধ্যে আর একটি বুদ্ধ,দ না হই? বিলুং বারি লইয়া সমুদ্র ; আমি বারি বিন্দু এ সমুদ্রে মিশাই না কেন? g उॉश स्रानि ना-८कदल ईशई खनि যে আমি একা । কেহ একা থাকিও না। ষদি অন্ত কেহ তোমার প্রণয়ভাগী মা ই ইল, তবে তোমার মনুষ্য জন্মবৃথা । পুপ স্বগন্ধী, কিন্তু যদি স্বাণ গ্রহণ কর্তা না থ৮ কিত, তবে পুষ্প সুগন্ধী হুইত ন-গ্ৰাণে মাসে, আপনার মনেরহণেরমাধুর্ঘ্য বিকীর্ণ ক্রিয়বিশিষ্ট না থাকিলে গন্ধ नाहे । ಶ
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।