さ>ぐり * অতলম্পর্শ । (ৰঙ্গদর্শম, তাঃ, ১২৮৪৷ অভলপর্শের কথা উল্লেখ করাগেল তাহার উপর দিয়া জাহাজ পৰ্য্যস্ত গতায়াত করিয়া থাকে। . 始 শুনাগিয়াছিল যে ভাগীরথী পৃথিবী বিচরণ করিয়া সাগর সঙ্গমের পর পাতালে প্রবেশ করিয়াছিলেন । যিনি এই কথা প্রথমে প্রচার করিয়াছিলেন, তিনি এই অতলম্পর্শের বিযয় জানিতেন এবং ইহা পাতালের পথ বলিয়া ত:হার বোধ ছিল । সে যাহাই হউক কাপ্তেন সেরওএন সাহেব এই অতলস্পর্শ সম্বন্ধে এক আশ্চর্য্যের কথা বলিয়াছেন । তিনি বলেন যে কিছুকাল হইল সমুদ্র-মধ্যবৰ্ত্তী এই প্রকাও গৰ্ত্তের উত্তর দিগের নিম্নভাগ কিয়দংশ সেই অতলস্পর্শের মধ্যে ভাঙ্গিয় পড়িয়া গিয়াছে, এবং তন্নিবন্ধন সেই দিকৃস্থ ভূমির উপরিভাগ নামিয়া গিয়াছে। এই অতলম্পর্শের উত্তরদিগে সুন্দরবন, অতএব সুন্দর বনের ভূমি নিম্ন হইয়। গিয়াছে। পূৰ্ব্বে তথায় স্বন্দরবন ছিল না, ঐ স্থান নিম্ন হইয়া গিয়াছে বলিয়াই সুন্দরবন হইয়াছে। পূৰ্ব্বে এই স্থান বাঙ্গালার মধ্যে শ্রেষ্ঠ ছিল। কি ধনে, কি বাণিজ্যে, ইহার তুল্য স্থান আর বাঙ্গালায় ছিল না। লং সাহেব এক স্থানে লিখিয়াছেন, যে প্রাচীন সুন্দরবনের একখানি মানচিত্র পারিস নগরে আছে; তাহাতে পাচটী নগরী স্থন্দরবন মধ্যে থাকা দেখা যায় । সে দিন বেলী সাহেব মুখু্যার মেগেদিনে প্রতিপন্ন করিয়াছেন যে মেঘনার মুখে বাঙ্গাল নামে একটি নগর ছিল, এক্ষণে তাহ নাই। অদ্যাপিও সুন্দরবনের মধ্যে যে সকল ভগ্ন অট্টালিকা দেখা যায়, ত্বাহার তুল্য অট্টালিকা বাঙ্গালার আর কোন রাজধানীতে ছিল বলিয়া বোধ হয় না। ঢাকা, মুরশিবাদ প্রভৃতি পুরাতন রাজধানীতে এরূপ অট্টালিকার কোন চিহ্ন নাই । এই বনে যেরূপ চিত্রিত ইচ্ছুক পাওয়া যায়, ততুল্য ইষ্টক অদ্যাপিও কলি কাতায় ব্যবহারু হয় নাই । এই ভাগে রাজা প্রতাপ আদিত্যের যশোহর নামে রাজধানী ছিল । অদ্যাপি তাহার যশরেশ্বরী দাড়াইয়া আছেন, কিন্তু আর সে নগর নাই! যেখানে অষ্টাদশ বাজার ছিল বলিয়া কোন কোন গ্রস্থে বর্ণিত আছে, এক্ষণে সেই নগরসীমা মধ্যে অষ্টাদশের অধিক লোণ খাল প্রবাহিত হইতেছে । এই অঞ্চল নামিয়া গিয়াছে বলিয়াই, এত জলের ও খালের প্রাচুর্ভাব হইয়াছে। যেখানে নবাব খাঞ্জা থার রাজধানী ছিল, এক্ষণে সেখানে বাব বাধিয়াও জুয়ারের জল নিবারণ হয় না । বাঙ্গালার দক্ষিণ ভাগ যে নিম্ন इहेब, গিয়াছে, তাহার আরো অনেক প্রমাণ আছে। সে সকল উল্লেখ করা বাহুল্য মাত্র। তাহার মধ্যে কয়েক বৎসর হইল কলিকী তার পূর্বাংশে একটি বাজারের নিকট এবং কেল্লার একস্থানে, প্রায় ৪০ কি ৫ ফিট মৃত্তিকার নিচে. একপ্রকার বৃক্ষ সমুলে পাওয়া গিয়াছিল, তাহাতে অনেকে অয়ভব করেন যে, এ অঞ্চল,নিয় হয় নাই,বর
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।