পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g

|

|

  • ○8

দেখ, বায়ু আমাকে সৰ্ব্বদা অস্থির করিতেছে । বায়ুর দিগ্‌বিদিগ বোধ নাই, সকল দিক হইতে বহিতেছে। আমি যাই জলভারগুরু 'তাই বায়ু আমাকে উড়াইতে পারে না । তোমরা ভয় করিও না, আমি এখনই বৃষ্টি করিতেছি—পৃথিবী শস্যশালিনী হইবে । আমার পূজা দিও। আমাৰ গৰ্জ্জন অতি ভয়fনক—তোমরা ভয় পাইও না । আমি যখন মন্দগম্ভীরে গর্জন করি, বৃক্ষপত্র সকল কম্পিত করিয়া, শিথিকুলকে নাচাইয়া, মৃদু গম্ভীর গর্জন করি, তখন ইন্দ্রের হৃদয়ে মন্দার মালা ছ । লিয়া উঠে, নন্দস্বহুশির্ষকে শিথিপুচ্ছ কঁপিয়া উঠে, পৰ্ব্বত গুহায় মুখর প্রতিধ্বনি হাসিয়া উঠে । আর বৃত্র নিপাত কালে, বজ্ৰ সহায় হইরা যে গৰ্জ্জন কার রছিলাম সে গর্জন শুনিতে চাহিও না— ভয় পাইবে । বৃষ্টি করিব বৈকি ? দেখ, কত নবযুথিকা দাম, আমার জলকণার আশায় উৰ্দ্ধমুখী হইয়া আছে। তাহাদিগের শুভ্র; সুবাসিত, বদনমগুলে স্বচ্ছ বারিনিসেক, আমি না করিলে কে করে ? বৃষ্টি করিব বৈকি? দেখ, তটিনী কুলের দেহের এখনও পুষ্টিহয় নাই। তাহারা যে আমার প্রেরিত বারি রাশি প্রাপ্ত হইয়া, পরিপূর্ণ হৃদয়ে, হাসিয়া হাসিয়া, নাচিয় নাচিয়া, কল কল শব্দে উভয় কুল প্রতি হত করিয়া, অনন্ত সাগরাভিমুখে ধাবিত ا . يجة ,a, otsبّه و Ra ) " হইতেছে, ইহা দেখিয়া কাহার নবৰিতে সাধ করে? আমি বৃষ্টি করিব না। দেখ, ঐ পাপিষ্ঠ। স্ত্রীলোক, আমারই প্রেরিত বারি, নদী হইতে কলসী পুরিয়া তুলিয়া লইয়া যাই তেছে, এবং “পোড়া দেবতা একটু ধরণ করে না” বলিয়া আমাকেই গালি দিতেছে। আমি বৃষ্টি করিব না । দেখ, কৃষকের ঘরে জল পড়িতেছে ব: লিয়া আমায় গালি দিতেছে । নহিলে সে । কৃষক কেন? আমার জল ন হইলে তা হার চাস হইত না—আমি তাহার জীবন দাতা । ভদ্র, আমি বৃষ্টি করিব না। সেই কথাটি মনে পড়িল, wo মন্দং মন্দং মুদতি পবনশ্চামুকুলে যথা ত্বাং বামশ্চায়ং নদতি মধুব-চাতকস্তে সগৰ্ব্ব: কালিদাসাদি যেখানে আমার স্তাবক সেখানে আমি বুষ্টি করিব না কেন? আমার ভাষা শেলি বুঝিয়াছিল, যখন *f; I bring fresh showers for the thirsting flowers, zora cos sfērgl flগীর মৰ্ম্ম শেলি নহিলে কে বুঝিবে? কেন জান ? সে আমার মত হৃদয়ে বিছাদগ্নি दरश् ।। ७धडिङाझे उहांब दिश९ । । अभि श्रछि छग्नकब्र । यथन अककॉब কৃষ্ণকরলে রূপ ধারণ করি, তখন আমার ভ্ৰকুটি কে সহিতে পারে? এই যে অামার হৃদয়ে কালাধি বিদ্যুৎ, তখন পলকে প লকে বলসিতে থাকে। আমার নিঃশ্বাসে, স্থাবর জঙ্গম উড়িতে থাকে; আমার রণ ব্ৰহ্মাও কম্পিত হয় ।