পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\OSe কুৎসখষি পংক্তি ছন্দঃবিশ্বেদেবী দেবতা > &o ? w | | | ১। চন্দ্রম,অপূস্ব ১ স্তর স্বপূর্ণেধাৰতে | - | দিবি। নবো হিরণ্য নেময়ঃ পৃদং বিন্দতি বিছাতে বিস্তুংমে। লুস্য ੀ। ১১ জলময় মণ্ডলের মধ্যে বর্তমান, স্বৰ্য্য রশ্মিযুক্ত চন্দ্রমা ছালোকে ধাবিত হইতেছেন। হে দীপ্তিমান রমণীয় প্রাস্ত— চন্দ্ৰ—রশ্মি সকল! আমার ইন্দ্রিয়গণ তোমাদিগের প্রান্ত ভাগও জানিতে পারিতেছেন । হে স্বর্গ ও পৃথিবি! আমার এই স্তোত্র অবগত হও । এদিগে এই পর্য্যন্ত ! ইহার আর তর্ক নাই। বেদকে সমস্ত জগতের মূলীভূত কারণ বল বা মহাভূতের নিশ্বাস কি প্রজাপতি শ্মশ্র বল কিছুতেই কিছু করিতে পারিবে না । তর্কের প্রবল তরঙ্গে সকল শেষ হইয়া যাইবেক । বেদ প্রচার লিখিতে গিয়া তৎ সম্বন্ধে নান। কথার তরঙ্গ উঠিল কিন্তু কি করা যায়, এই উনবিংশ শতাব্দীতে মনের কথা গোপন রাখা অন্তায়, এজন্য এতৎ সম্বন্ধে · কিছুই পাঠক মহাশয় গণের নিকট প্রচ্ছন্ন রাখিলাম না । ইহাতে র্তাহারা আমাকে ষ হামনে করেন করিবেন, যখন ইউরোপে ডারুইন বানর হইতে মনুষ্য উৎপত্তি বিষয়ক মত প্রচার এবং বুকনরের ন্যায় পণ্ডিতগণ ঈশ্বরের স্থায়িত্ব লোপ করিবার মানসে গ্রন্থ প্রকাশে সাহসী হইয়াছেন, | তখন আমার ন্যায় ক্ষুদ্র ব্যক্তির প্রচলিত বেদ-প্রচার । (বঙ্গদর্শন, অঃ, ১২৮• ধৰ্ম্ম বিরুদ্ধ দুই চারিটা কথায় হইতে পারে ? উপসংহার কালে প্রকৃত প্রস্তাবের অনু. সরণ করিয়া প্রবন্ধ শেষ করা আবশুক । বেদ অভ্রান্ত ধৰ্ম্মগ্রন্থ বলিয়া তৎসম্বন্ধে দোষ অনুসন্ধান করা হইতেছে কিন্তু তাহা না হইলে উহা অতি প্রাচীন কালের একমাত্র গ্রন্থ এবং তাহার ভাষাও অতি প্রগাঢ় স্বতরাং সকলের মাননীয়। বিশুদ্ধ স্বর | সংযোগে শ্রুতি গানে কাননের পশু পক্ষী ও মোহিত হয়। ইহার মধ্যেই কবিতা সরস—কবিত্ব সম্পন্ন এবং তাঁহাতে আদিম কালের মনুষ্যের মনের ভাব উত্তমরূপ ব্যক্ত করিতেছে ! এজন্যই বেদ-জৰ্ম্মন নিবাসী পণ্ডিতগণের কণ্ঠহার হইয়াছে এবং এজন্যই কি স্বদেশে কি বিদেশে ইহার মান্য উত্তরোত্তর বৃদ্ধি হইতেছে। । এতাদৃশ ভূমণ্ডলের মধ্যে এক মাত্র প্রাচীন | বৃহৎ গ্রন্থের বহুল প্রচার অতীব আন | জনক। পূৰ্ব্বে বেদের नाम भाल नि। সমুদয় ভারতবর্ষ অনুসন্ধান করিলে এক | খানি পরিশুদ্ধ বেদ পাওয়া যাইত কি, ন, সন্দেহ। মহাত্মা রাজা রামমোহন রায় ! “ ব্রিটীশ মিউসিয়মে’ অধ্যাপক রসেনকে ঋগ্বেদ সংহিতার প্রতিলিপি লইতে দেখিয়া | চমৎকৃত হইয়াছিলেন । তাহার পূর্বে ! তিনি ঋগ্বেদ দর্শন করেন নাই। কর্ণেল পলিয়র প্রথমে সমুদয়ু বেদ সংগৃহ করিয়া । “ব্রিটীশ মিউসিয়মে প্রেরণ করেন। ইহার পূর্বে কোলব্রুক ৰেদ সংগ্রহের চেষ্টা । করিলে, মেচ্ছকে ধৰ্ম্ম গ্রন্থ প্রদান করা অ’ so =جیتتی | আর কি o-o-o