लछ ०<fन, چهqs, ا ه بيا چ ده ) ন্যায় বিবেচনায় জনৈক মহারাষ্ট্ৰীয় শাস্ত্রী গুহিকে বৈদিক ছন্দে দেব দেবীর স্তব পূর্ণ একখানি গ্ৰন্থ প্রদান করিয়াছিল তিনিও তাহা বেদ ভ্ৰমে গ্রহণ করিয়াছিলেন । পণ্ডিচারির রোমান ক্যাথলিক পাদ্রি złą trafią firą B. Ezur Vedam Ft:($ একখানি কৃত্রিম যজুৰ্ব্বেদ ছিল । উহা ফাদার রবার্ট ডি নোবিলী নামক জেসুইট পাদ্রির উপদেশানুসারে কোন সুচতুর মাদ্রাজি শাস্ত্রীর দ্বার: সপ্তদশ শতাব্দীতে রচিত হয় । এই গ্ৰন্থখানি সুবিখ্যাত লেথক ভলটেয়ার প্রাপ্ত হইয়া সাদরে ১৭৬১ খৃঃ অঃ রএল লাইব্রেরী অব ফ্রান্স নামক পুস্তকালয়ে উপটৌকস প্রদান করেন। ইউরোপীয় পণ্ডিতবর্গের আজি কালি বৈদিক গ্রন্থ সম্বন্ধে কোন প্রকার ভ্রম হইবার সম্ভাবনা নাই, তাহার বেদশাস্ত্রে বিলক্ষণ পণ্ডিত হইয়া উঠিয়াছেন, কিন্তু কি আশ্চর্যা বঙ্গদেশের বিষয়ী ব্যক্তির ত ক- | থাই নাই, অনেক ব্রাহ্মণ পণ্ডিতের বৈদিক গ্রন্থ সম্বন্ধে অতীব কৌতুকাবহ ভ্রম হইয়া থাকে; কেহ নারদ পঞ্চ রাত্রের রাধিকাস্তোত্র* সাম বেদোক্ত এবং কেহ বা গোপাল নৃসিংহ, তথা রাম তাপনী গ্রন্থ প্রকৃত শ্রীতি মনে করিয়া থাকেন ।
- স্তোত্রঞ্চ সামবেদোক্তং প্রপঠেদ্ভক্তি
ংযুতঃ। রাধে রাসেশ্বরী রম্য রামচ পরমাত্মনঃ , রাসোদ্ভবা কৃষ্ণকান্ত কৃষ্ণবক্ষঃস্থলস্থিত । বেদ-প্রচার vరిష్తి এক্ষণে ইউরোপীয় পণ্ডিত গণের প্রযত্নে চারি বেদ প্রচারিত হইয়াছে, এজন্য আমরা তাহাদিগের অধ্যবসায় এবং পাণ্ডিত্যর ভূয়সী প্রশংসা করিতেছি । ৬ই এপ্রিল, ১৮৪৭ সালে আসিয়াটক সোসাইটার উত্তেজনায় একটি সভা হয়। ঐ সভায় বেদ প্রচারের প্রস্তাব হইলে মুত অধ্যাপক রোএর সাহেবকে, বেদ বারাণ সী স্ত পণ্ডিত গণের সাহায্যে উত্তমরূপ পরিদর্শনান্তর মুদ্রিত করিয়া প্রকাশ করি. বার ভর তাপিত হয় এবং এজন্ত গবর্ণসেন্ট রাজকোষ হইতে ৫০% শত টাকা বার্ষিক ব্যর প্রদান করিতে স্বীকৃত হষ্টয়া আসিয়াটক সোসাইট কর্তৃক নিম্নলিখিত বেদের মস্থ ও ব্রহ্মণ এক{ল পৰ্য্যস্ত প্রকাশিত হইয়াছে । ছিলেন । ঋগ্বেদ সংহিতার প্রথমাষ্টকের দুই অধ্যায় ভাষ্য সহিত । সটীক কৃষ্ণ যজুৰ্ব্বেদীয় তৈত্তিরীয় সংহিতা (প্রকাশ হইভুেছে)। সটীক ক্লষ্ণ যজুৰ্ব্বেদীয় তৈত্তিরীয় ব্রাহ্মণ 愈 (সম্পূর্ণ ) ; সটীক সামবেদ (প্রকাশ হইতেছে) । গোপথ ব্রাহ্মণ—সম্পূর্ণ। তাণ্ড্য মহাব্ৰাহ্মণ সটীক (প্রকাশ হইতেছে) ইউরোপ খণ্ডে নিম্নলিখিত বেদ প্রকাশিত হইয়াছে । রোমান অক্ষরে ঋগ্বেদ সংহিতা কিয়দংশ
কৃষ্ণপ্রাণাধি দেবী চ মহাবিষ্ণেঃ প্রস্থরপি ॥ | অধ্যাপক অফেক্ট সাহেবু কর্তৃক ১৮৬১ ইত্যাদি। ঘ সালে বারলিনে মুদ্রিত।