লক্ষ্য করিয়া, তাহার অনুসরণ করিতে লাগিল। সে জাতিতে মুসলমান । তাহার নাম বকাউরার্থ। ক্লাইবের সঙ্গে প্রথম যে সেনা বঙ্গ দেশে আসিয়াছিল, তাহার। মান্দ্রাজ হইতে আসিয়াছিল, বলিয়া, ইংরেজ দিগের দেশী সৈনিকগণকে তখন বাঙ্গালাতে তেলিঙ্গ বলিত; কিন্তু এক্ষণে অনেক হিন্দুস্থানী হিন্দু ও মুসলমান ইংরেজ সেনা ভূক্ত হইয়াছিল। বকাউল্লার নিবাস, গাজিপুরের নিকট । 尊 বকাউল্লা শিবিকার সঙ্গে সঙ্গে অলক্ষ্য থাকিয়া, প্রতাপের বাসা পর্য্যন্ত আসিল । দেখিল যে শৈবলিনী প্রতাপের গুহে প্রবেশ করিল। বকাউল্লা, তখন আমিয়ট সাহেবের কুঠিতে গেল । বকাউল্লা তথায় আসিয়া দেখিল, কুঠিতে একটা বড় গোল পড়িয়া গিয়াছে। বজরার বৃত্তান্ত আমিয়ট সকল শুনিয়াছেন। শুনিল যে আমিয়ট সাহেব বলিয়াচ্ছন যে, যে অদ্য রাত্রেই অত্যাচারকারী দিগের সন্ধান করিয়া দিতে পারিবে, আমিয়ট সাহেব তাহাকে সহস্র মুদ্রা পারিতোষিক দিবেন। বকাউল তখন আর্মিয়ট সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিল—তাহাকে সবিশেষ বৃত্তান্ত বলিল,—বলিল যে “আমি | সেই দস্থ্যর গৃহ দেখাইয়া দিতে পারি।” | আমিয়টুসাহেবের মুখ প্রফুল্প হইল—কুঞ্চিত ক্র ঋজু হইল—তিনি চারিজন শিপাহী এবং একজন নাএককে বকাউল্লার সঙ্গে যাইতে অনুমতি করিলেন; বলিলেন যে ੋਡ਼ –ੇ AAAAAA AAAAS AAAA S AA SAASAASAA AAAS S AAAA S AAAAA GSS S SSAAAS জুরাত্মাদিগকে ধরিয়া এখনই আমারনিকটে മ്മ 羽 চন্দ্রশেখর | * অঃ, *२४० ।। مياماك : লইয়া আইস • বকাউল্লা কহিল যে তন দুইজন ইংরেজ সঙ্গে মিউন-প্রতাপম৷ সাক্ষাৎ ময়তান—এ দেশীয় লোক তাহাকে { ধরিতে পারিবে না । গল্ষ্টন ওজনসন নামক দুইজন ইংরেজ আমিয়টের আজ্ঞামত বকাউল্লার সঙ্গে | সশস্ত্রে চলিলেন । গমন কালে গল্ঠন বকাউল্লাকে জিজ্ঞাসা করিলেন, “তুমি সে বাড়ীর মধ্যে কখন গিয়াছিলে ?” - বকাউল্লা বলিল, “ না ।” - গল্ষ্টন জনসনকে বলিল, , “ তবে বাতি, ও দেসলাই ও লওও। হিন্দু তেল পোড়ায় না—খরচ হইবে।” জনসন পকেটে বাতি ও দীপশলাকা গ্রহণ করিলেন । তাহাঁরা তখন, ইংরেজদিগের যুদ্ধ যাত্র কালের গভীর পদবিক্ষেপে রাজপথ বহিয়া চলিলেন । কেহ কথা কহিল না। পশ্চাতে চারিজন শিপাহী না এক ও বকাউল্ল চলিল। নগর প্রহরিগণ পথে র্তাহ দিগকে দেখিয়া, ভীত হইয়া সরিয়া দাড়ী ইল। গল্ষ্টন ও জনসন শিপাহী লইয়া গ্রী তাপের বাসার সম্মুখে, নিঃশব্দে আসিয়া, দ্বারে ধীরে ধীরে করাঘাত করিলেন । রামচরণ উঠিয়া দ্বার খুলিতে আসিলন রামচরণ অদ্বিতীয় ভূত্য। পা টিপিতে, গা টিপিতে তৈল মাখাইতে,সুশিক্ষিত হস্ত । বস্ত্রকুঞ্চনে, অঙ্গরাগ করণে, বড় পটু ৷ রামচরণের মত ফরাশ নাই—তাহার মত سایت رسمیرمهدی سمس نتاكتتمضتشتت تنتصذ
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।