বঙ্গ দশম, মাখ, ১২৮ • 1) 88vరి যাইতেছে। নিম্নলিখিত গীতটিবাবুরাজেন্দ্রলাল মিত্র, প্রাচীন পদ্যাবলী নামক গ্রন্থ হইতে উদ্ধত করিয়াছেন, যথা . . জনম অবধি হম, রূপ নেহারমু নয়ন না তিরপিত ভেল । সোই মধুর বোল শ্রবণহি শুনকু শ্রতিপথে পরশ না গেল। কতমধু যামিনী, রভসে গোয়াইযু না বুঝনু কৈছন না কেল। লাখ লাখ যুগ হিয়ে-হিয়ে রাখমু, তবু হিরা জুড়ন না গেল। কত কত রসিক জন রসে অনুমগন . অনুভব কাহু না দেখ । বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে | লাথে না মিলল এক । এক্ষণে পদকল্পতরু হইতে উদ্ধৃত পাঠ দেখুন। 鹼 জনম অবধি হৈতে, ও রূপ নেহরমু নয়ন না তিরপিত ভেলা। লাখ লাখ যুগ হম,হিয়ে হিয়ে মুখে মুখে, হৃদয় জুড়ান না গেলা । বচন অমিয় রস অনুক্ষণ শুননু শ্রতপথে পরশ না ভেলি । যত মধু ষামিনী রভসে গোঙায়তু না বুঝনু কৈছন কেলি। .কত বিদগধ জন রস অনুমোদই অনুভব কাহু না দেখি । কহ কবি বল্লভ, হৃদয় জুড়াইতে, মিলয়ে কোটিমে একি । • পদকল্পতরুতে পাঠের বিলক্ষণ বিকৃতি -ബ്- * SLL ঘটিয়াছে—উৎকৃষ্ট কবিতার উৎকর্ষ রক্ষিত হয় নাই। তাহ যাউক—বিদ্যাপতির গীত, বল্লভ কবির ভনিত বলিয়া পরিচিত হইয়াছে। অতএব পদকল্পতরুর উপর নির্ভর করা সন্তোষজনক নহে। o যাহা হউক—পদকল্পতরু ভিন্ন অধিক গীত সংগ্রহ আর কিছুতে নাই। আমরা পদকল্পতরু হইতেই উদ্ধৃত করিতেছি। । জ্ঞানদাস প্রথম শ্রেণীর কবি নহেন । । তথাপি আদরণীয়। কিন্তু তাহার কবিতা মধ্যে মধ্যে অশ্লীলতা দোষে দুষ্ট । সেই দোষের জন্য নিম্নলিখিত কবিতাটির শে ংশ উদ্ধত করিতে পারিলাম না— মনের মরম কথা, তোমারে কহি যে এথা শুন শুন পরাণের সই। স্বপনে দেথিকু যে, শ্যামল বরণ দে, তাহা বিনা আর কার নই ৷ রজনী শাঙন ঘন, ঘন দেয়। গরজন; রিমি ঝিমি শবদে বরিযে। | পালঙ্কে শয়ন রঙ্গে বিগলিত চীর অঙ্গে | নিদ যাই মনের হরিষে। * শিখরে শিখণ্ড রোল মত্ত দাজুরী বোল, কোকিল কুহরে কুতুহলে। ঝিজাঝি ঝিনিকি বাজে, ডাহুকী সে গরজে স্বপন দেখিন্তু হেন কালে । মরমে পৈঠল স্নেহ হৃদয়ে লাগল দেহ শ্রবণে ভরল সেই বাণী । দেখিয় তাহার রীত, যে করে দারুণ চিত ধিক রহ কুলের কামিনী । শ্রাবণ i
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।