mosomosos সই—কিনা সে বধুর পিরীতি কি রীতি কহিতে কহিব কি । সে সব চরিতে, কত উঠে চিতে, পরাণ নিছনি দি । ক্ষণে ক্ষণে তসু পুলকে আকুল, তিলেক না ছাড়ে সঙ্গ। হাসির মিশালে, রসের আলাপ অমিয়া সিলায় অঙ্গ । এত করি মোরে আগিরোয় কোরে - * রঞ্জয়ে বেশ বিশেষ। জ্ঞানদাস কহে ধনি ধনী সেই, যাহে এ পরিতি লেশ ॥ পুনশ্চ, আমার অঙ্গের বরণ क्षत्रिमा পীত বাস পরে শ্যাম । প্রাণের অধিক কল্পের মুরলী লইতে আমার নাম । আমার অঙ্গের বরণ সৌরভ যখন যে দিগে পায় । বাহু পসারিয়া, বাউল হইয়া, তখন সে দিগে ধায় । লাখ কামিনী, ভাবে রাতি দিনি, সে পদ সেবিতে চায় । জ্ঞানদাস কহে, আহীর নাগরী পীরিতে বান্ধল তায় ৷ سیستمه • * প্রসঙ্গ تتستتتتتاحه (बन्दर्भम, माच, > 2Ե օ জ্ঞানদাস । 886. | i নিজ পরসঙ্গ* স্বপনে না করে পুনশ্চ, - আনে না পাতয়ে কনে । যবে দেখাদেখি হয়, হেন তার মনে লয়, দিঠে দিঠে বহে, নিমিখ না বহে, নয়নে নয়নে মোরে পিয়ে । নিরখে মঝু বয়ান। পীরিতি আরতি দেখি, হেন মনে লয় সখি, আমি তারে চাহিলে সে জিয়ে ॥ আহা মরি মরি মুহি কি করব আরতি । কি দিয়ে শোধিব শ্যাম বন্ধুর পরিতি। য়সিয়া নাগর যে, নিতুই দুয়ারে সে, বিনা কাজে কত আসে যায় । জ্ঞানদাস তবে কয়, তোমার চরিত লয়, তাহা তুমি কহিবে কি কায় ॥ পুনশ্চ, হাসিয়া হাসিয়া মুখ নিরখিয়ে, 珍 মধুর কথাটি কয়। ছায়ার সহিতে ছায়া মিশাইতে পথের নিকটে য়য় । i আলো সই সে জন মানুষ নয়। তাহার সঙ্গে যে পারিতি করয়ে কি জানি কি তার হয় ৷ সহজে রসের আকার সে যে ভাবের অঙ্কুর তায়। 蘇》 বাতাসে বসন, উড়িতে আপন অঙ্গে ঠেকাইয়া যায় । চমক চলনী ওগিম দোলনী রমণী মানস চোর। জ্ঞানদাস কহে, সোপিয়া পীরিতি মরমে পশিল মোর II ভাবান্তরে—— - সুখের লাগিয়ে, এ ঘর বাধিল্প, অনলে পুড়িয়া গেল ।
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।