86 o )arrs تم .), arrs, ه سدهه محمد سه مسیص- ت;বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত । "
- বিন্ধ্যাচলের শাখা ।
জনপদ ছিল। পার হইয়া, উহার উত্তরে বিশালা প্রাপ্ত "অযোধ্য হইতে নির্গত হইয়া, দক্ষিণ হওয়া যায়। এতৎ সম্বন্ধেগণ্ডকী নদী পার । মুখে আসিয়া তমসা (৯) নদী পার হইয়া, হওয়া বা তাহার নাম মাত্র উল্লেখ নাই। কোশলদেশের (১)সীমা সন্নিকট করিম, গঙ্গা পার হওনানন্তর যদি গণ্ডকী পার না হইয়া বিশালা প্রাপ্ত হওয়া যায়, তবে নিশ্চয়ই পাটনায় না হউক পাটনার অতি অল্প দূরেই গঙ্গা পার হইতে হয়। বুদ্ধের সমকালিক অজাতশত্র যৎকালে কুসুম পুর নগর স্থাপন করেন, যাহার নাম ক্রমে পাটলিপুত্র এযং পরে পাটনা হইয়াছে, তৎকালে উহার চত্ত্বদিকে সমৃদ্ধিশালী এই পথবর্ণনে বাল্মীকি যখন বরাবর অভ্রান্ত ভাবে স্থান নির্দেশ করিয়া আসিয়াছেন, তখন এখানেও যে ভ্রম হইতে আত্মরক্ষা করিয়াছেন ইহা । গ্রাহা করিয়া লওয়। যাইতে পারে। কিন্তু তিনি প্রথমতঃ গণ্ডকীর নাম মাত্র করেন নাই, দ্বিতীয়তঃ গঙ্গার দক্ষিণ তীরে তপোবন ভিন্ন, কুসুমপুর বা কোন জনপদের কথা কিছু মাত্র বলেন নাই । অধিকন্তু তাড়কার দৌরাত্ম্য প্রসঙ্গে, সেই সকল তপোবন অনাৰ্য্য পীড়িত বলিয়া অনুমিত হয়। তবে কি এই পথ নির্দেশ যংকালে রচিত হয়, কুসুমপুর তাহার পরে স্থাপিত হইরাছে ? পিতৃসত্য পালনার্থে রামের বনগমন প্রসঙ্গে অযোধ্যা হইতে চিত্ৰকুট (৮) পৰ্ব্বত পৰ্য্যন্ত বাল্মীকি এইরূপ পথ নির্দেশ করি द्भांछिन । (৮) । বুন্দেলখণ্ডের কামৃতা পাহাড়, বেদশ্ৰুতি নদী (১১) পার হওনানত্তর দক্ষিণ মুখে গিয়া,গোমতী নদী (১২) পার হইলেন। তথা হইতে স্যনিকো নদী (১৩) পার হইয়া কোশলদেশ অতিক্রম করিলেন। তথা হইতে গমন করিয়া নিস্তাদরাজ গুহ কর্তৃক শাসিত শৃঙ্গবপুর (১৪) প্রাপ্ত হইলেন। তথায় ক্ষুদ্র গিরিনদী অাছে, তাহার একটির নাম মন্দাকিনী, যথায় রাম পিতৃপিণ্ড প্রদান করিয়া ছিলেন । (৯) সরয়ু ও গোমতীর মধ্যবৰ্ত্তা যে গণনীয় নদী । River Tons. * > (১০) দক্ষিণ কৌশলের দক্ষিণ সীমা। (১১) তমসা ও গোমতীর মধ্যবর্তী একটি সামান্য শ্রোতস্বতী । এখানে অনেক ক্ষুদ্র (১২) ঋগ্বেদের অষ্টম মণ্ডলে এক গোমতীর কথা আছে । “এষো অপশ্ৰিতোবলো গোমতীমনুতিষ্ঠতি ” এ এই গোমতী কি না ? মুরসাহেব কর্তৃক উদ্ভূত Professor Roth IfTKCTF föfTF ETFs যায় যে এই শ্লোকেতে কথিত গোমতী সিন্ধু নদের একটি শাখা। আবার মুরসা Coq qis "Cosa “There is a stream, called Gomati in Kumaon, which must be distinct from the River in Oude, as the latter rises in the plains. —Sanscrit Texts Vol II. (১৩) “ কোশলদেশস্য দক্ষিণ जैौशांश्” রামামুজঃ সুতরাং হিউয়েনসাঙের সাময়িক সাই (Sai ) नग्नौ । (১৪) “এতদ্বিনাশনম্ নাম সরস্বত,