বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তাস্ত। ' বর্ণন করিয়া রামের আশঙ্কা দূর করিতে- স্তর,পঞ্চাল দেশ(১৯)উত্তীণ হইয়া,হস্তিনী ছেন; তাহাই তুলনা করিয়া দেখিলে অনু পুরের নিকট গঙ্গা পার হইয়া, কুরুজাজ 8@t* (বঙ্গদর্শন,মাঘ, ১২৮০ ভব করা যাইবে। প্রথমে যমুনা পার হইতে হইবে কিরূপে তাহ কহিতেছেন “ তত্র যুয়ং প্লবংকৃত্বা তরতাংশুমতীং নদীং ।” ২ কাও—৫৭সর্গ। তৎপরে যমুনা হক্টতে চিত্ৰকুট পৰ্য্যস্ত পথের অবস্থা কিরূপ, তাহা কহিতেছেন “রমো মাদ বযুক্তশ্চ দাবৈশ্চৈব বিবজ্জিতঃ ।” ২কাণ্ড ৫৫সৰ্গ । রাম বিরহে দশরথের মৃত্যু হইলে, ভর- ; চকে মাতুলালয় হইতে আনয়নার্থে অ- ; যোধ্যা হইতে যে দূত প্রেরিত হয়, তাহার গমন প্রসঙ্গে নিম্ন লিখিত মত পথ বর্ণন আছে । রামায়ণের টীকাকার কহেন যে এই পথ লোক গতায়াতের সাধারণ পথ নহে । ভরতকে শীঘ্র সংবাদ দেওয়ার | অনুরোধে, দৃত জল জঙ্গল ভাঙ্গিয়া সোজা । লের (২৭) মধ্যদিয়া শরদণ্ডা(২১) নামক নদী পার হইয়া, পশ্চিমে কুলিঙ্গ নগরে প্রবেশ করিলেন । তথা হইতে অভিকাল ও তেজোভিভবন নামক দুই নগর অতিক্রম করিয়া ইক্ষুমতী (২২) নামী নদী পার হইলেন। তথা হইতে বালিক(২৩) দেশের | Wentifed by Cunningham. «È | নদী তটে কণ ঋষির আশ্রমে শকুন্তলা সহ দুষ্মস্তের প্রথম মিলন হয়। এবং ইহারই তট বাহিয়া শকুন্তলা হস্তিনাপুরে গমন ; করেন । - (১৯) পঞ্চাল দুইভাগে বিভক্ত উত্তর । পঞ্চাল, বর্তমান রোহিলাখণ্ড, প্রাচীন । রাজধানী অহিচ্ছত্রা । দক্ষিণ পঞ্চাল গঙ্গার দোয়াব, প্রাচীন রাজধানী কাম্পিলা নগর। কিন্তু রামায়ণের সময় দক্ষিণ পঞ্চাল ছিল কি না?, দ্বিতীয় প্রস্তাবে দেখ । (১০) স্থানেশ্বর প্রদেশের মধ্যে। (২১) বর্তমান গোয়া নদী কি ? (২২) এ আবার কোন ইক্ষুমতী? অন্ত পথে গিয়াছিলেন। “জুতাস্তু শীঘ্ৰং তন্ন- ইক্ষুমতীর বৃত্তাস্ত স্থানান্তরে দেখ। (দ্বিতীয় গর প্রাপ্তয়ে কান্তার মার্গেণ গতাঃ ” “ অযোধ্য হইতে পশ্চিম भैरथ अनन | করিয়া অপরতাল এবং প্রলম্ব দেশের(১৭) মধ্যে মালিনী (১৮) নদী পার হইয়া গমনান(১৭) হিউয়েন সাঙের সাময়িক গোবিসনা ও মাদাবর কি? “গোবিসনা—নাইনি তালের দক্ষিণ ও বরেলির উত্তর । এবং মাদাবর-বিজনেীরের নিকট পশ্চিম রোহিলা খণ্ডের অংশ ।” — Cunningham's Map. (>v) Erineses of Megasthenes– | প্রস্তাবে ) (২৩) এ কোন বাহিলক। কনিং হাম যে অনার্য্য বাহিলকজাতির কথা লিখিয়াছেন, এ তাহাই হইতে পারে। কারণ তাহা হইলে বাল্মীকিবর্ণিত পথের মধ্যে যথাস্থানে তাহাদিগকে পাওয়া যায়। জল স্করের দক্ষিণ পশ্চিম এবং লাহোরের প্রায় দক্ষিণ এতৎ সম্বন্ধে কনিং হাম “Ari an neighbours, who were very lo beral in their abuse of the Taro nian populatien of the Punjuo Thus the Kathaci of sangala " stigmatized in the mohabharat”
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।