দেশের এত দক্ষিণে পড়ে যে, বাল্মীকিকে আধুনিক ধরিলেও তাহাকে এত অজ্ঞ বলিয়া ধরিতে পারা যায় না যে তথা দিয়া ভরতের পথ নির্দেশ করবেন। পরস্তু অযোধ্য হইতে উহা এত অস্তরে যে তথায় সৈন্ত পশ্চাৎ রাখিয়া ভরত নিৰ্ভয়ে একাকী যাইতে পারেন না । কিন্তু পূৰ্ব্বে কথিত قدم ويا من نيو ATK ------ -بیج جی۔ایچ----- - - یے === বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত " (বঙ্গদর্শন, মাখ, ১২৮০ কাশীপুরের নিকট প্রাচীন উজনি নগর ধরিলে, উত্তর পথে আসিতে উহা পথের উপরে পুড়ে। উহা কোশল রাজ্যের অনেক নিকট, এবং তথায় সৈন্তাদি পশ্চাৎ রাখিয়া, ভরতের একাকী গমন করা সম্ভব। ইতি প্রথম প্রস্তাব । শ্ৰী প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারত ভূমি। MeB BBB BB BBB B BBBB BBBB BBB BBBB BBB BBB BBBBBS BB - @ .جی কোন স্থানে, অল্পমাত্র সংশোধন করিয়াfছ। এবং কোন কোন অংশ পরিত্যাগ কfরযtfছ। [5] কতদিন দিবাকর উদ্দেছে গগনে ; রক্তিম বরণ ধরি, বিহারিয়া শূন্যোপরি, রঞ্জন করেছে যত ভারত সস্তানে । এবে কেন সেই স্বৰ্য নাহি লাগে মনে? | []] সুনীল অম্বরে ঐ ভাসে শশধর। লইয়া তারকা মালা, গগনে করিছে খেলা, অমরবেষ্টিত যথা দেব পুরন্দর। নৈশ নীল অন্তরীক্ষে শোভে ক্ষপাকর। (이 বিধৌত ধরণীতল স্নিগ্ধ চন্দ্র করে। স্বচ্চ শ্বেতবাস পরি, অবনী সাজিল মরি, কিবা শোভা মনো লোভা ভূতলে, অম্বরে। এ সকলে দুঃখ কেন হতেছে অন্তরে? বং সম্পাদক । {8} কেন নাহি ভাল লাগে বসন্ত শ্বসন ? যবে দুই ফুলবালা, গলেধরি করে খেলা দোলাইয়া যায় যদি মলর পবন ; কেন বা সবার সুখে দুঃখী এত মন ? [c] কেনইবা কোপানলে দহয়ে অন্তর ? শুনে পর বীর দাপ, হৃদে হয় মহাতাপ, মনে করি উপাড়িব হিমাদ্রি শিখর। রসাতলে পাঠাইব পৃথ্বী সসাগর। [e]] @ স্বপুচ্ছ বিস্তৃত করি যত শিখিগণ দেখি নব জলধর, আহলাদিত পরস্পর, তালে তালে করে যবে মৃত্য আরম্ভন, বিষাদ সাগর কেন উথলে তখন ?
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।