8૭૨ জনসন বলিলেন, “কার কিস্তিম্বাত হইয়াছে।” ক্রমান বিকটতর হইল। ধ্বনি বিকট নহে; কিন্তু সেই জল ভূমির নীরব প্রান্তরমধ্যে এই নিশীথ ক্ৰন্দন বিকট শুনাইতে লাগিল । আমিয়ট খেলা ফেলিয়া উঠিলেন। বাহিরে আসিয়া চারিদিক দেখিলেন । কহাকেও দেখিতে পাইলেন না। দেখিলেন নিকটে কোথাও শ্মশন নাই । সৈকত ভূমের মধ্যভাগ হইতে শব্দ আসি তেছে। আমিয়ট নৌকা হইতে অবতরণ করি- } লেন । ধ্বনির অমুসরণ করিয়া চলিলেন । কিয়দূত্র গমন করিয়া দেখিলেন, সেই বালুক প্রান্তর মধ্যে একাকী কেহ বসিয়া আছে । আমিয়ট নিকটে গেলেন । দেখিলেন একটি স্ত্রীলোক;—উচ্চৈঃস্বরে র্কা দতেছে। আমিয়ট হিন্দি ভাল জানিতেন না । স্ত্রীলোককে জিজ্ঞাসা করিলেন, “কে তুমি?কেন কাদিতেছ?” স্ত্রীলোকটি তাহার হিন্দি কিছুই বুঝিতে পারিল না কেবল উচ্চৈঃস্বরে কাদিতে লাগিল । আমিয়ট পুনঃ পুনঃ তাহার কথার কোন উত্তর না পাইয়। হস্তেঙ্গিতের দ্বারা তাহাকে সঙ্গে আদিতে বলিলেন। রমণী উঠিল । আমিয়ট অগ্রসর হইলেন , রমণী তাহার সঙ্গে সঙ্গে কাদিতে কঁদিতে চলিল। এ আর কেহ নহে--পাপিষ্ঠ। শৈবলিনী । চজশেখর। ( थञ**म,घtष, :२-- পঞ্চবিংশতিতম পরিচ্ছেদ হসে বজরার ভিতরে আদিয়া আমিয়ট গল ষ্টনকে বলিলেন, “এই স্ত্রীলোক একাকিনী চরে বসিয়া কঁাদিতে ছিল । ও আমার কথা বুঝে না, ...: কথা বুঝি না। তুমি উহাকে জিজ্ঞাসা কর।” গলষ্টন, প্রায় অমিয়টের মত পণ্ডিত; কিন্তু ইংরেজ মহলৈ হিন্দিতে তাহার বড় পশার । গলষ্টন র্তাহাকে জিজ্ঞাসা করি| লেন, “ কে তুমি?” শৈবলিনী কথা কহিল না, কাদিতে লাগিল । | * । “८कन कैंटिडछ् ?’ শৈবলিনী তথাপি কথা কহিল ন!— কাদিতে লাগিল । গ। “ তোমার বাড়ী কোথায় ?” শৈবলিনী পূৰ্ব্ববৎ। গ। “তুমি এখানে কেন আসিয়াছ?" শৈবলিনী তদ্রুপ । গলষ্টন হারি মানিল । কোন কথার উত্তর দিল না, দেখিয়া ইংরেজের শৈবলিনীকে বিদায় দিলেন। শৈবলিনী সে কথাও বুঝিল না—নড়িল না—দাড়াইয়া রহিল আমিয়ট বলিলেন, “এ আমাদিগের কথা বুঝে না—আমরা উহার কথা বুঝি না। . পোষাক দেখিয়া বোধ হইতেছে ও i
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।