পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(বঙ্গদর্শন, ফাঃ, ১২৮° i) কত কাল মনুষ্য? (t? Y হইতেও পারে না। আমাদের সে উদেশ্য ও নহে। যাহারা বিজ্ঞানালোচনায় সক্ষম তাহার এই নৈহারিক উপপাদ্য সম্বন্ধে হর্বট স্পেন্সরের বিচিত্র প্রবন্ধ পাঠ করিবেন । দেখিবেন, যে স্পেন্সর কেবল আকার শূন্য পরমাণু সমষ্টির অস্তিত্ব মাত্র প্রতিজ্ঞ করিয়া, তাহাহইতে জাগতিক ব্যাপারের সমুদায়ই সিদ্ধ করিয়াছেন। স্পেন্সরের সকল কথাগুলি প্রমাণিক না হইলে হইতে পারে, কিন্তু বুদ্ধির কৌশল আশ্চৰ্য্য । এইরূপে যে বিশ্ব স্বষ্টি হুইয়াছে, এমত কোন নৈসর্গিক প্রমাণ নাই। অন্য কোন প্রকারে, যে স্বষ্টি হয় নাই, তাহার কোন নৈসর্গিক প্রমাণ নাই। তবে লাপ্লাসের মতে প্রমাণ বিরুদ্ধও কিছু নাই ।” অসস্তব কিছু নাই। এ মত সম্ভব, সঙ্গত— অতএব ইহা প্রমাণের অতীত হইলেও গ্রাহা । এই মত প্রকৃত হইলে, স্বীকার করিতে হয় যে আদে পৃথিবী ছিল না। স্বৰ্য্যাঙ্গ হইতে পৃথিবী বিক্ষিপ্ত হইয়াছে। পৃথিবী যখন বিক্ষিপ্ত হয়, তখন ইহা বাস্পরাশি মাত্র—নহিলে বিক্ষিপ্ত হইবে না ? অতএব পৃথিবীর প্রথমাবস্থা, উত্তপ্ত বাস্পীয় গোলক । একটি উত্তপ্ত বাস্পীয় গোলক—আকাশ

  • কোমৎ, মিল, স্পেন্সর প্রভৃতি এই মত অনুমোদন করেন। সর জন হর্শেল লেন, এ মত প্রমাণ বিরুদ্ধ।

r অভ্যস্তরে পথে বহুকাল বিচরণ করিলে কি হইবে ? প্রথমে তাহার তাপহানি হইবে । যেখানে তাপের আধার মাত্র নাই—সেখানে তাপ লেশ নাই ; আহা অচিন্তনীয় শৈত্য বিশিষ্ট। আকাশে তাপাধার কিছু নাই— তাতএব আকাশমার্গ অচিন্তনীয় শৈত্য বিশিষ্ট । এই শৈত্য বিশিষ্ট আকাশে বিচরণ করিতে করিতে তপ্ত বাষ্পীয় গোলকের অবশ্য তাপক্ষয় হইবে। তাপ ক্ষয় হইলে কি হইলে ? জলের উত্তপ্ত বাস্প সকলেই দেখিয়া ছেন । সকলেই দেখিয়াছেন যে ঐ বাস্প শীতল হইলে জল হয়। তার ও শীতল হইলে, জল বরফ হয়। সকল পদার্থের এই নিয়ম । যাহা উত্তপ্ত অবস্থায় বাস্পাকৃত, তাপক্ষয়ে তাহা গাঢ়তা এবং কঠিনত্ব প্রাপ্ত হয়। অতএব বাস্পীয় গোলকীকৃত। পৃথিবীর তাপক্ষয় হইলে, কালে তাহ | এক্ষণকার গাঢ়তা এবং কঠিনাবস্থা প্রাপ্ত হইবে । পৃথিবী কঠিনত্ব প্রাপ্ত হইয়াও কিছুকাল অগ্নিতপ্ত ছিল বিবেচনা হয় । অপেক্ষীকৃত শীতলত ঘটিলেই কঠিনতা জন্মিবে, কিন্তু কঠিনতা জন্মিলেই তাহার সঙ্গে জীবাবাসনোগ্য শীতলতা ছিল বিবেচনা করা যায় না । সেও কালে ঘটিয়াছিল। তাপক্ষতি হেতু যে শীতলত, তাহ উপরিভাগেরই প্রথমে ঘটে; উপরি তাগ শীতল হইলেও, ভিতর তপ্ত থাকে। পৃথিবীর অদ্যাপি বিষম তাপ আছে । | جنيستية كنت تتنتشكذ