পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

愈>8 ' (बजन-fम, कांt, s९४० ।। উপায় নাই । তবে কেবল ইহাই বলা যাইতে পারে, যে সে কাল অপরিমিত— বুদ্ধির ধারণার অতীত। সৰ্ব্বোন্ধ স্তরেই মনুষ্য চিহ্ন, এই কথা বলিলে, এমত বুঝায় না, ষে বহু সহস্ৰ বৎসর মনুষ্য পৃথিবীবাসী নহে। তবে পৃথিবীর বয়ঃক্রমের সঙ্গে তুলনা করিলে বোধ হয়, মন্থয্যের উৎপত্তি এই মুহুর্তে হইয়াছে। এই জন্য মনুষ্যকে আধুনিক জীব বলা | যাইতেছে। । - র্যাহারা বিজ্ঞান আলোচনায় রত নহেন, তাহাদিগের বুঝিবার জন্য, এই কয়েকটা কথা উপক্রমণিকাস্বরূপ বলা গেল। মনুষ্যের উৎপত্তিকাল নিরূপণ জন্য যে প্রমাণ সংগ্ৰহ হইতে পারে এক্ষণে সংক্ষেপে তাহার পরিচয় দেওয়া যাইতেছে। মিসরদেশের রাজাবলীর যেসকল তালিকা প্রচলিত আছে, তাহাতে যদি বিশ্বাস করা যায়, তবে মিশরদেশে দশ সহস্র বৎসরাবধি রাজশাসন প্রচলিত আছে। হোমর, গ্রীষ্ট্রের নয়শত বৎসর পূৰ্ব্বে পৃথিবী বিদিত মহাকাব্যদ্বয় রচনা করেন; ইহা সৰ্ব্ববাদি সম্মত । হোমরের গ্রন্থে মিসরের রাজধানী শতদ্বার বিশিষ্ট থিবস মগরীর মহিমা কীৰ্ত্তিত হইয়াছে । মনুষ্যজাতি সভ্যাবস্থায় একবার উন্নতির পথে পদার্পণ করিলে, উন্নতি শীঘ্র শীঘ্র লাভ করিয়া থাকে বটে, কিন্তু অসভ্যদিগের স্বতঃ সম্পন্ন যে উন্নতি তাহা অচিন্তনীয় কাল বিলম্বে ঘটিয়া থাকে। ভারতীয় বন্যজাতিগণ চারি সহস্ৰ বৎসর সভ্যজাতির প্রতিবেশী হইয়াও বিশেষ কিছু উন্নতি লাভ করিতে পারে নাই। অতএব সহজে বুঝিতে পারা যায় যে মিসরদেশে সভ্যতা স্বত জন্মিয় যেকালে, শতদ্বার বিশিষ্ট নগরী সংস্থাপনে সক্ষম হইয়াছিল, তাহার পরিমাণ বহু সহস্ৰ বৎসর। মিসরত্যজ্ঞেরা বলিয়া থাকেন, যে মেফিজ প্রভৃতি নগরী থিবস হইতে প্রাচীন এই সকল নগরীতে যে দেবালয়াদি অদ্যাপি বর্তমান আছে, তাহাতে যুদ্ধজয়াদির উৎসবের প্রতিকৃতি আছে। সর জর্জ কর্ণওয়াল লুইস বলেন ঐতিহাসিক সময়ে মিসর দেশীয়দিগকে কখন যুদ্ধপরায়ণ দেখা যায় না। অথচ কোন কালে তাহার যুদ্ধপরায়ণ না থাকিলে,তন্নিৰ্ম্মিত মন্দিরাদিতে যুদ্ধ জয়োৎসবের প্রতিকৃতি থাকিবার সম্ভাবনা ছিল না। অতএব বিবেচনা করিতে হইকে যে ঐতিহাসিক কালের পূৰ্ব্বেই মিসর দেশীয়ের এতদূর উন্নতি লাভ করিয়াছিল, যে প্র: কাও মন্দিরাদি নিৰ্ম্মাণ করিয়া জাতীয় কীৰ্ত্তি সকল তাহাতে চিন্ত্ৰিত করিত। অসভ্যজাতি কেবল আপন প্রতিভাকে সহায় করিয়া যে এত দূর উন্নতি লাভ করে অনেক সহস্ৰ বৎসরের কাজ। তাহার পর ঐতিহাসিক কাল অনেক সহস্ৰ বৎসর। অতএব বহু সহস্ৰ বৎসর হইতে সিসর দেশে মনুষ্যজাতি সমাজ বন্ধ হইয়া বাস করিতেছে। সে দশ সহস্ৰ বৎসর, কি ততোধিক, কি তাহার কিছু নুনি তাই বলা যায় না । * মিসরদেশ নীলনদী নিৰ্ম্মিত 1 ཐའ་ཀོ། །