_ &oo কমলাকাত্তের দপ্তর । - (गजव•ागि, কীs, ४२४ e l জেয় নিন্দ যে কোন প্রকারে করিতে পারিলেই রাজ নীতির একশেষ হইল। এবং বংশ দণ্ডিকার স্থাপন করিয়া উমেদার গোষ্ঠীর বৃদ্ধি করিয়া দেশ জঙ্গলময় করিতে পারিলেই কলির জীব ধৰ্ম্মের চরিতার্থত হইল । এরূপ বংশদণ্ডিক প্রয়াসী আমি নহি । আমি উইল করিয়া যাইব সাত পুরুষ বিবাহ করিতে না হয় তাও কৰ্ত্তব্য তথাপি এরূপ বংশদণ্ডিকা আশ্রয়ে স্বৰ্গ প্রাপ্তির বাঞ্ছাও কেহ না করে । যদি জীব প্রবাহ বৃদ্ধি করাই, বিবাহের উদেখা হয়, তবে | | করিতে পারিলেই পরম পুরুষার্থ; ইংরে| ! জন্য বিবাহ করিতে হয়, তবে আমি টাক| শালের অধ্যক্ষকে বিবাহ করিব ; আর | যদি সৌন্দর্য্যার্থে বিবাহ করিতে হয়, তবে | —ঘোমটা টান চন্দবদনীদের উদ্দেশে প্রণাম করিয়া, ঐ আকাশের চাদকে বিবাহ করিব । ভাগীবৃথি! যদি তুমি শান্তকু বক্ষে, অথবা তদপেক্ষ উচ্চতর হিমালয় ভবনে, অথবা আরো উচ্চতর ধূর্জটার জটা কলাপৈবিরাজ করিতে, তাহা হইলে কে আজ তোমার উপাসনা করিত ? তুমি নীচগা, হইয়া, মর্ত্যে অবতরণ করিয়া সহস্রধা হইয়া সাগরোদেশে গমন করিয়াছিলে বলিয়াই সগর বংশের উদ্ধার হইয়াছে; সমীরণ! তুমি যদি অঞ্জনার অঞ্চল লইয়া চির ক্রীড়া সত্ত্ব থাকিতে, অথবা মলয়াচলে স্বীয় প্রমোদভবনে চন্দন শাখা নমিত করিয়া বা আমি মৎস্তাদি বিবাহ করিব; যদি টাকার । এল লতা কম্পিত করিয়া পরিভ্রমণ করি. তে তাহা হইলে কে তোমাকে ত্বমেব জগজীবনঃ পালনং বলিয়া আর তোমার স্তব স্তুতি করিত? এই বাল বসন্ত বিহারী বিহঙ্গমকুলের কাকলি যদি কেবল নন্দন কাননেই প্রতিধ্বনিত হইত তাহা হইলে কমলাকান্ত চক্রবর্তী তাহদের নাম করিয়া এই রাত্রিকালে স্বীয় মসী লেখণীর অনর্থক ক্ষয় করিবে কেন ? সুধাংশে ! তুমি তোমার ক্ষীরোদ সাগর তলে, অমৃত ভাণ্ডারে, প্রবাল পালঙ্কে মোক্তিক শয্যায় শয়িত থাকিতে তাহা হইলে কে তোমার সহিত রমণী মুখ মণ্ডলের তুলনা করিত ? অথবা তোমার ঐ সাতাশটি ক্র্যাম্বয় ভর্তৃক লইয়া থলু সার শ্বশুর মনির দক্ষালয়ে বাস করিতে, তাহা হইলে আজি কমল শৰ্ম্ম কি তোমার দশ নাভিলাষী—ইইয়৷ এই শ্মশ’ন নিকট বটতলায় তীরস্থ হইয়া বাস করে ? শশী—যদি তোমার ব্যাকরণ পড়া থাকে, তবে আমাকে মাপ করিও, আমি প্রাণান্তেও শশিন বলিতে পারিব না— আমি এত ক্ষণ তোমার গুণের অমুধ্যান করিতেছিলাম, শশী, তুমি অনাথার কুটার দ্বারে প্রহরী রূপে অনিমেষ নয়নে বসিয়া থাক, আধভাষী শিশু যখন নাচিতে নাচিতে তোমায় ধরিতে যায়, তুমি তাহার সঙ্গে নাচিতে নাচিতে খেলা কর, বালিকা যখন স্বচ্ছ সরোবর হৃদয়ে তোমায় এক বার দেখিতে পাইয়া, এক বার না পাইয় 2ā ఆ3ఙ তোমার সন্দশন লাভার্থ-ইতস্তত: সরো so-"
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।