ৰঙ্গদর্শন, চৈত্র ১২৮-) ' চন্দ্রশেখর । s @8ఫి | ডুনে সফেণ তরঙ্গ উৎক্ষিপ্ত হইয়া, চাদের আলোতে জলিতে থাকে, তখন উজ্জ্বলে মধুরে মিশে—আর যখন স্পাক্লিং,শ্যাম্পেন তরঙ্গ তুলিয়া স্ফটিক পাত্রে জলিতে থাকে তখন উজ্জ্বলে মধুরে মিশে। যখন জ্যোৎস্বাময়ী রাত্রিতে দক্ষিণ বায়ু মিলে তখন উজ্জ্বলে মধুরে মিশে—আর যখন সন্দেশ ময় ফলাহারের পাতে, রজত মুদ্রা দক্ষিণ ! মিলে, তখন উজ্জ্বলে মধূরে মিশে । যখন প্রাতঃস্থৰ্য কিরণে হর্ষেৎফুর হইয়া বসন্তের কোকিল ডাকিতে থাকে, তখন উজ্জ্বলে মধুরে মিশে,—আর যখন প্রদীপমালার আলোক রত্ন ভরণে ভূষিত হইয়া, রমণী সঙ্গীত করে, তখন উজ্জ্বলে মধুরে মিশে। উজ্জ্বলে মধুরে মিশিল—কিন্তু শেঠদিগের অন্তঃকরণে তাহার কিছুই মিশিল না। র্তাহাদের অন্তঃকরণে মিশিল, গুর 하여 | o বাঙ্গালা রাজ্যে সমরাগ্নি এক্ষণে জলিয়া উঠিয়াছে। কলিকাতার অনুমতি পাইবার পূৰ্ব্বেই পাটনার এলিস সাহেব পাটনার দুর্গ আক্রমণ করিয়াছিলেন। প্রথমে তিনি দুর্গ অধিকার করেন, কিন্তু মুঙ্গের হইতে মুসলমান সৈন্য প্রেরিত হইয়া— পাটনাস্থিত মুসলমান সৈন্যের সহিত একত্রিত হইয়া পাটনা পুনৰ্বার মীর কাসে মের অধিকারে লইয়া আইসে । এলিস প্রভৃতি পাটনাস্থিত ইংরেজের মুসলমান দিগের হস্তে পতিত হইয়া মুঙ্গেরে বন্দী ভাবে আনীত হয়েন। এক্ষণে উভয় পক্ষে প্রকৃতভাবে রণসজ্জা করিতেছিলেন। শেঠ দিগের সহিত গুরগণ খ৷ সেই বিষয়ে | কথোপকথন করিতেছিলেন। নৃত্য গীত উপলক্ষ মাত্র—জগৎশেঠের বা গুরগণ খ কেহই তাহা শুনিতে ছিলেন না ।* সকলে যাহা করে, তাহারাও তাহাই করিতে ছিলেন। শুনিবার জন্য কে কবে সঙ্গীতের | অবতরণ করায়? গুরগণ র্থার মনস্কামনা সিদ্ধ হইল— তিনি মনে করিলেন যে উভয় পক্ষ বিবাদ করিয়া ক্ষীণ বল হইলে, তিনি উভয় পক্ষকে পরাজিত করিয়া স্বয়ং বাঙ্গালার অধীশ্বর হইবেন। কিন্তু সে অভিলাষ । সিদ্ধির পক্ষে প্রথম আবশ্যক, যে সেনাগণ তাহারই বাধ্য থাকে। সেনাগণ অর্থ ভিন্ন বশীভূত হইবে না— শেঠ কুবেরগণ সহায় ন হইলে অর্থ সংগ্রহ হয় না। অতএব শেঠ দিগের সঙ্গে পরামর্শ গুরগণ খার | পক্ষে নিতান্ত প্রয়োজনীয় । এদিগে, কাসেম আলি খাও বিলক্ষণ জানিতেন যে যে পক্ষকে এই কুবের যুগল অনুগ্রহ করবেন, সেই পক্ষ জয়ী,হইবে। জগৎ শেঠেরা যে মনে মনে তাহার অহিতাকাজী তাঁহাও তিনি বুঝিয়াছিলেন, কেন ন। তিনি তাহাদিগের সঙ্গে সদ্ব্যবহার করেন নাই। তাহারা সুযোগ পাইলেই তাহার বিপক্ষের সঙ্গে মিলিত হইবে, ইহা স্থির করিয়া তিনি শেঠ দিগকে দুর্গ মধ্যে আবদ্ধ করিবার চেষ্টা করিতেছিলেন। শেঠেরা তাহা জানিতে পারিয়াছিল। এ পৰ্য্যন্ত তাহারা ভয় প্রযুক্ত মীরকাসেমের প্রতিকূলে কোন আচরণ করে নাই কিন্তু
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।