↔ (aww-fa, tsa, sev - 1) চন্দ্রশেখর। عمسيسبيعي © ☾Ꮌ গু। প্রতাপ রায় । * মহা । বাড়ী কোথায়? গু। মুর্শিদাবাদের নিকট। . মহা । নাম গুনিয়াছি—সে সামান্য লোক । গু । অতি ভয়ানক লোক । মহা । কেন সে হঠাৎ এগ্রকর করি, তেছে ? ' • গু । কলিকাতার বড় কুঠির উপর রাগ। মহ। তাহাকে হস্তগত করিতে হইবে —সে কিসের বশ ? গু । কেন সে এ কাৰ্য্যে প্রবৃত্ত তাহা না জানিলে বলা যায় না। যদি অর্থ লোভে বের্তন ভোগী হইয়া কাৰ্য্য আরম্ভ ! করিয়া থাকে তবে তাহাকে কিনিতে কতক্ষণ ? জমীজমা তালুক মলুকও দিতে পারি। কিন্তু যদি ভিতরে আর কিছু থাকে ? 斜 মহা । আর কি থাকিতে পারে? কিসে প্রতাপ রায় এত মাতিল ? বাইজি সেই সময়ে গায়িতে ছিল, “ গোরে গোরে মুখ পর বেশর শোহে— আর শোহে নয়ন নি কজরা রে ।” মহাতাপ চন্দ বলিলেম, “তাই কি ? কার গোরা মুখ ?” ஆ. একত্রিং শত্তম পরিচ্ছেদ। আবার সেই । যখন রাম চরণের গুলি খাইয়া লরেন্স ফষ্টর গঙ্গার জলে নিক্ষিপ্ত হইয়াছিলেন, তখন প্রতাপ বজরা খুলিয়া গেলে পর, হাতিয়ারের নৌকার মাঝির জলে ঝাপ দিয়া পড়িয়া, ফক্টরের দেহের সন্ধান করিয়া তখনই উঠাইয়াছিল। সেই নৌকার পাশ দিয়াই ফক্টরের দেহ ভাসিয়া যাইতেছিল। তাহারা ফষ্টরকে উঠাইয়া নীেকায় রাখিয়া আমিয়টকে সম্বাদ দিয়াছিল। আমিয়ট সেই নৌকার উপর আসিলেন। দেখিলেন, ফষ্টর অচেতন, কিন্তু প্রাণ নির্গত হয় নাই। মস্তিষ্ক ক্ষত হইয়াছিল বলিয়া চেতনা বিনষ্ট হইয়ছিল। ফষ্টরের মরিবারই অধিক সম্ভাবনা, কিন্তু । বাচিলেও বঁচিতে পারে। আমিয়ট, চিকিৎসা জানিতেন, রীতিমত র্তাহার চিকিৎসা আরম্ভ করিলেন। বকাউল্লার প্রদত্ত সন্ধান মতে, ফষ্টরের নৌকা খুজিয়া । ঘাটে আনিলেন। যখন আমিয়ট মুঙ্গের । হইতে যাত্রা করেন, তখন মৃতবৎ ফষ্টরকে সেই নৌকায় তুলিয়া আনিলেন। ফষ্টরের পরমায়ুছিল—সে চিকিৎসায় । বাচিল। আবার পরমায়ু ছিল, মুরশিদা বাদে মুসলমান হস্তে বাচিল । কিন্তু এখন ! সে রুগ্ন—বলহীন—তেজোহীন—আর সে সাহস—সে দস্ত নাই। এক্ষণে সে প্রাণ- | ভয়ে ভীত, প্রাণভয়ে পলাইতে ছিল। ! মস্তিষ্কের আঘাত জন্ত, বুদ্ধি ও কিঞ্চিৎ বিকৃত হইয়াছিল। ফষ্ট্রর দ্রুত নৌকা চালাইতেছিল— তথাপি ভয় পাছে মুসলমান পশ্চাদ্ধাবিত হয়। প্রথমে সে কাশিমবাজারের রেসিডেন্সিতে আশ্রয় লইবে মনে করিয়াছিল— ii:
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।