( assدia, Ess مجاهد গুণে মহাদেব দান দেখিয়াও দেখিতে পায়েন না । বল বাহুল্য যে দেবাদিদেবের হার হইল। ইহাই রীতি। তখন মহাদেব পাৰ্ব্বতীকে স্বীকৃত কীধ্বন গোলক প্রদান করিলেন । উম। | ཙ]ཐུ། গ্রহণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিলেন । দেখিয়া, পঞ্চানন ভ্ৰকুট করিয়া কহিলেন, “ মামার প্রদত্ত গোলক ত্যাগ করিলে কেন ?” উমা কহিলেন, “প্রভো ! আপনার প্রদত্ত গোলক অবশ্য কোন অপূৰ্ব্ব শক্তিবিশিষ্ট এবং মঙ্গলপ্রদ হইবে। মনুষ্যের হিতার্থে তাহ প্রেরণ করিয়াছি।” গিরিশ বলিলেন, “ ভদ্রে প্রজাপতি, বিষ্ণু, এবং আমি, এই তিন জনে যে সকল নিরম নিবদ্ধ করিয়া স্বষ্টিস্থিতিলয় করিতেছি তাহার ব্যতিক্রমে কখন মঙ্গল হর না । যে মঙ্গল হইবার, তাহ সেই সকল নিয়মাবলীর বলেই ঘটবে। কীঞ্চন গোলকের কোন প্রয়োজন নাই । যদি ইহার কোন মঙ্গলপ্রদ গুণ হয়, তবে নিয়ম ভঙ্গ দোষে লোকের অনিষ্ট হইবে। তবে তোমার অনুরোধে উহাকে একটি বিশেষ গুণযুক্ত করিলাম। বসিয়া উহার কার্য্য দর্শন কর । • •কালীকান্ত বস্ত্র বড় বাবু। বয়স বৎসর পইত্রিশ; দেখিতে সুন্দর পুরুষ, কয় বৎসর হইল পুনৰ্ব্বার দার পরিগ্রহ করিয়াছেন । র্তাহার স্ত্রী কামসুন্দরীর বয়ঃক্রম আঠার বৎসর। র্তাহার পত্নী তাহার সুবৰ্ণ গোলক , 愈堡使 পিতৃভবনে ছিল। কালীকান্ত বাৰু স্ত্রীর সম্ভাষণে শ্বশুর বাড়ী যাইতে ছিলেন। শ্বশুর বিশেষ সম্পন্ন ব্যক্তি-গঙ্গাতীরবর্তী গ্রামে বাস। কালীকান্ত, ঘাটে নৌক৷ লগাইয়। পদব্ৰজে যাইতেছিলেন,সঙ্গে রাম। চাকর একট। পোর্টমাণ্টে বহিয়৷ যাইতে ছিল। পথিমধ্যে কালীকান্ত বাবু দেখিএকটি স্বর্ণ গোলক পড়িয়া আছে। বিস্মিত হইয়া তাহ উঠাইয়া লইলেন দেখিলেন, সুবর্ণ বটে। প্রীত হইয়া তাহা ভূত্য রামাকে রাখিতে দিলেন ; বলিলেন, “ এটা সোনার দেখিতেছি। কেহ হারাইয়া থাকিবে। যদি কেহ খোজ করে, বাহির করিয়া দিব । নহিলে বাড়ী লইয়া যাইব। এখন রাখ, ” রাম বস্ত্রমধ্যে গোলকটি লুকাইয়া রাখিবার অভিপ্রায়ে, পথে পোর্টমাণ্টে৷ নামাইল। পরে কালীকান্ত বাবুর হস্ত হইতে গোলকটি গ্রহণ করিয়া বস্ত্রমধ্যে লুকাইল । কিন্তু রামা আর পোর্টমাণ্টে মাথায় তুলিল না। কালীকান্ত বাবু স্বরং তাহ উঠাইয়া মাথায় করিলেন। রাম অগ্রসর হইয়া চলিল, বাৰু মোট মাথায় পশ্চাৎ২ চলিলেন। তখন রামা বলিল, “ ওরে, রামা বাবু বলিলেন, “আজ্ঞা?” রামা বলিল, “ তুই বড় বে-আদব, দেখিম যেন আমার শ্বশুর বাড়ী গিয়া বে-আদবি করিস না । তায়া ভদ্রলোক ।” - বাবু বলিলেন, “আজ্ঞে তাকি পারি?
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।