تنتج تكتة تتجات حتحت تass=E ( av= هfn, ?saبه چه د ب + জ্ঞানদাসের পদামুসরণ । - ৫৬১ } Tन्८Tन्मम्मTन्-T -Tन्• - - - - - বসিতেছে। কবে না দেখিতেছ যে পু রুষ স্ত্রীলোকের ন্যায় আচরণ করিতেছে, স্ত্রীলোক পুরুষের মত ব্যবহার করি তেছে ? এ সকল পৃথিবীতে নিত্য ঘটে, কিন্তু তাহা যে কি প্রকার হাস্যজনক, তাহা কেহ দেখিয়াও দেখে না। আমি তাহা একবার সকলের প্রত্যক্ষীভূত করাই ccc:G?్సg24లుంు জ্ঞানদাসের পদগলুসরণ । তমালের তলে, করেতে মুরলী, রসিয়া নাগর বসিয়া কে । মধুর অধরে, * মধুর হাসনি, নবীন নীরদ জিনিয়া দে ॥১ মুখ সে চাদনি, দিক পরকাশে, নয়নের কোণে বিজুলি খেলে । চাহনি কুটিল, মরম ভেদিল, মন প্রাণ মোর হরিল হেলে ॥২ ময়ূরের পাখা, কুটিল কুন্তলে, পীতবাস পর ত্রিভঙ্গ কায় । গলে দোলে তার, বনফুল হার, সৌরভ সমীর বহিয়া ধার ॥৩ পরিমল আশে, আকুল হইয়ে, ভ্রমর ভ্রমরী গুণ-গুণায় । মধুমাস ভ্রমে, বথুল মঞ্জুলে, মধুসখা তাহে দিতেছে সায় ॥৪ সে রস হেরিয়ে, যে রস সাগর, উথলিল সই হৃদয়ে মোর। আমার ইচ্ছায় সকলেই পুনৰ্ব্বার স্ব২ প্রকৃতিস্থ হইবে, এবং যাঙ্গ যাহা ঘুটিয়া গিয়াছে | তাহা কাহারও স্মরণ থাকিবে না। তবে, , লোক হিতার্থে আমার বরে বঙ্গদর্শন এই | কথা পৃথিবীমধ্যে প্রচারিত করবে। ] লামT_এক্ষণে গোলক সমৃত করিলামT | কুলমান ভয়, সকলি ভাসিল, ; তাহারি তরঙ্গ তুফানে জোর ॥৫ সেরূপ সাগরে, নয়ন ডুবিল, ফাফর হইনু পীরিতি ফাদে । যত হেরি তায়, ততই বাড়িল, বাসনা হেরিতে সে মুখ চাদে ॥৬ কিবা অপরূপ, হেরিয়ু সেরূপ রয়েছে লো সই মরমে আঁকা । নয়ন মুদিলে, এখন নেহরি বনমালা বাণী ময়ুর পাথ তাহাঁর অঙ্গের, বাতাস যখন, , অঙ্গেতে আমার লাগিল সই। কত যে কি সাধ, উঠিল হিয়ায় । কত যে কি সাধ কেমনে কই ॥৮ তারে মনে মনে, ঋতুরাজ স্বজি, এ দেহ কানন সপিয়ু তায়। আনন্দ সলিলে, ভাসিন্ধু সজনি, পারিতি পুলকে পুরিল কায় ॥৯ - রাজ ।
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।