পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હ૭8 কমলাকান্তের দপ্তর। - HAeAASLASAMSSSMLSSS م میجے کے سہی. tछद्ध, ४२४७ ! মধুর পঞ্চম স্বরে কু-উঃ বলিয়া ডাক— সিংহাসন হইতে হষ্টিংস পর্য্যস্ত সকলেই কঁাপিয়া উঠুক। “কু—উঃ!” ভাল, তাই ; ও কলকণ্ঠে কু বলিলে কু মানিব, স্ব বলিলে স্ব মানিব . কু বৈকি ? সব কু । লতায় কণ্টক আছে, কুসুমে কীট আছে, গন্ধে বিব আছে, পত্র শুষ্ক হয়, রূপ বিকৃত হয়, স্ত্রী জাতি বঞ্চন জানে। কু উঃ বটে—তুমি গাও। কিন্তু তুমি ঐ পঞ্চম স্বরে কু বলিলেই কু মানিব—নচেৎ কুকৃড়ো বাবাজি “কু কু কু কু” বলিয়া আমার সুখের প্রভাত নিদ্রাকে কু বলিলে আমি মানিব না । তার গলা নাই । গলাবাজিতে সংসার শাসিত হয় বটে, কিন্তু কেবল চেচাইলে হয় না; যদি শব্দ মন্ত্রে সং. সার জয় করিবে, তবে যেন তোমার স্বরে পঞ্চম লাগে—বে পরদ। ব৷ কড়ি মধ্যমের কাজ নয়। সর জেমস মাকিন্টশ, তাহার বক্তৃতায় ফিলজফির* কড়িমধ্যম মিশাইয় হারিয়া গেলেন—অার মেকলে রেটরিকেরী পঞ্চম লাগাইয়। জিতিয়া গেলেন । ভারতচন্দ্র আদিরস পঞ্চমে ধরিয়া জিতিয়া গিয়াছেন—কবিকঙ্কনের ষডজ ধ্বনি কে শুনে? দেখ তোমার বৃদ্ধ পিতা মাতার বেস্তুরো বকীবকিতে কোন ফল দর্শে ? আর যখন তোমার গৃহিণী তোমার সুর বাধিয়া দিবার জন্য তোমার কাণ টিপিয়া ধরিয়া পঞ্চমে গলার আওয়াজ দেন, তখন তুমি, পিড়িং পিড়িং বল, কি না ? মঙ্গলার বৎস হন ।

  • দৰ্শন + } অলঙ্কার।

তবে তোমার" স্বরকে পঞ্চম স্বর কেন বলে, তাহা বুঝি না। যাহা মিষ্ট, তাহাই পঞ্চম ? দুইটি পঙ্কম মিষ্ট বটে,—সুরের | পঞ্চম, আর আলতাপর ছোট পায়ের গুজরী পঞ্চম। তবে, স্বর, পঞ্চমে উঠিলেই মিষ্ট; পায়ের পঞ্চম, পা হইতে নামাইলেই মিষ্ট। তবে যদি কেহ কন্যে বউয়ের লাতি খাইয়া থাকেন,তিনি বলিলে বলিতে পারেন, পায়ের পঞ্চম ভর্তার মাথা পৰ্য্যস্ত উঠিলেও মিষ্ট । 緩 কোন স্বর পঞ্চম, কোন স্বর সপ্তম, কে মধ্যম, কে গান্ধার, আমাকে কে বুঝাইয়া দিবে? এটি হাতীর ডাক, ওটি ঘোড়ার ডাক, সেটি ময়ূরের কেক, ওঁটি বানরের কিচিমিচি, এ বলিলে ত কিছু বুঝিতে পারি না। আমি আফিংখোর—বেসুরে শুনি, বেস্বরে বুঝি, বেসুরো লিখি— ধৈবত গান্ধার নিষাদ পঞ্চমের কি ধার ধারি? যদি কেহ পাখোয়াজ তানপুর দাড়ী দাত লইয়া, আমাকে সপ্ত স্বর বুঝাইতে আসে, তবে তাহার গজ্জন শুনিয়া, মঙ্গলা গাইয়ের সদ্যপ্রস্থত বৎসের ধ্বনি আমার মনে পড়ে—তাহার পীতাবশিষ্ট निर्डन, দুগ্ধের অনুধ্যান মন ব্যস্ত হয়— সুর বুঝা হয় না । আমি গায়কের নিকট কৃতজ্ঞ হইয়া তাহাকে কায়মনোবাকু্যে আশীৰ্ব্বাদ করি, যেন তিনি জন্মাস্তরে | আমারও এক প্রকার স্বর বোধ আছে —কিন্তু আমার সারিগম তোমাদের সঙ্গে | মিলে না। আমিও পৃথিবীতে সাতখানা ।