অ। “ রাজপুরী হইতে তোমার জন্য শিবিক লইয়া দাস দাসী আসিয়াছে। তোমাকে লইয়া যাইবে।” হি। “ তুমি পাগল হইয়াছ। আমাকে রাজবাড়ী হইতে লইতে আসিবে কেন ?” এমত সময়ে রাজদূতী আসিয়া প্ৰণাম করিল এবং কহিল যে “রাজাধিরাজ পরম ভট্টারক শ্ৰীমদন দেবের আজ্ঞা যে হিরশ্বরী এই মূহুর্তেই শিবিকারোহণে রাজাবরোধে যাইবেন।” হিরন্ময়ী বিস্থিত হইলেন । কিন্তু অস্বীকার করিতে পারিলেন না । রাজাজ্ঞা অলংঘ্য। বিশেষ রাজা মদন দেবের অবরোধে যাইতে কোন শঙ্কা নাই। রাজা পরম ধাৰ্ম্মিক এবং জিতেন্দ্রিয় বলিয়া খ্যাত। তাহার প্রতাপে কোন রাজ পুরুষ ও কোন স্ত্রীলোকের উপর কোন অত্যাচার করিতে পারে না । • হিরন্ময়ী আমলাকে বলিলেন, “অমলে আমি রাজ দর্শনে যাইতে সন্মতা। তুমি সঙ্গে চল ।” अभलां श्रौष्कृऊ झईल । তৎ সমভিব্যাহারে শিবিকারোহণে হিরশ্নয়ী—রাজাবরোধ মধ্যে প্রবিষ্ট হইলেন। প্রতিহারী রাজাকে নিবেদন করিল যে শ্রেষ্ঠ কন্যা আসিয়াছে। রাজাজ্ঞা পাইয়া প্রতিহারী এক হিরন্ময়ীকে রাজসমক্ষে । লইরা আসিল । অমলা বাহিরে রহিল। প্রশস্ত ললাট ; विकब्रिज्र, मोब्रज्र झङ्क ; শাস্তমূৰ্ত্তি—এরূপ স্বনার পুরুষ কদাচিৎ স্ত্রী লোকের নয়ন পথে পড়ে। রাজাও শ্ৰেষ্ঠী কস্তাকে দেখিয়া জানিলেন যে রাজাবরোধেও এরূপ সুন্দরী স্থলত। রাজা কহিলেন, “তুমি হিরন্ময়ী ?” হিরন্ময়ী কহিলেন, “আমি আপনার দাসী ।” ডাকাইয়াছি তাহ গুন। তোমার বিবাহের কথা মনে পড়ে ?” হি। *পড়ে।” রাজা । “সেই রাত্রে আনন্দস্বামী তোমাকে যে অঙ্গুরীয় দিয়াছিলেন, তাহ তোমার কাছে আছে ?” হি। “মহারাজ! সে অঙ্গুরীয় আছে। কিন্তু সে সকল অতি গুৰ বৃত্তান্ত, কি প্রকারে আপনি তাহ অবগত হইলেন?” রাজা তাহার কোন উত্তর না দিয়া কহিলেন, “সে অঙ্গুরীয় কোথায় আছে? অামার্কে দেখাও।” হিরন্ময়ী কহিলেন, “উহা অামি গৃহে রাখিয়া আসিয়াছি। পঞ্চ বৎসর পরিপূর্ণ হইতে আর ও কয়েক দও বিলম্ব আছে— অতএব তাহ পরিতে জাননাস্বামীর যে निरवश हिन-ठांश ७थन७ यां८इ ॥” 2-asP
পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।