পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>&bs 1) বিশ্বাস ছিল যে পাঠানরা সকলেই মোগলদের লিপক্ষ ; তাছার তী{হার সহায়তা করিবে। প্রতাপাদিত্যের চরিত্র অস্থ করণীয় নহুে ; কিন্তু ইহা স্বীকার করিতে হইবে, যে লক্ষ্মণ্য সেন তাপন কাপুরুষত। দোয়ে যে কলঙ্কসাগরে বাঙ্গালিকুলকে দিক্ষিপ্ত করিয়াড়িলেল, ভ}হা হইতে বাঙ্গালির উদ্ধার জন্ত প্রতাপাদিত বিলক্ষণ যত্নবান ছিলেন । তিতুমিরের পোনের কথা শুনিলেই লেtকে হাসে । তাহার “স্থামৃতে। গোল খডেল” পরি হাসঞ্চন ক প্রবাদ পচন সমূহের মধ্যে গণ্য হইয়াছে । কিন্তু ভঁ{হার সেনানী গোলাম মাসুম এক জন প্রকৃত সাহসী যুদ্ধবিশারদ পুরুষ ছিলেন । - অনেকে ঞ্জি জ্ঞ{সা করিতে পায়েল বাঙ্গালিদের পেরুষধিষয়ক প্রস্তাবে এ সকল লোকের কথা কেন ? হামির। স্বীকার করি যে মল্লরাজ বi"ই হু উল্লিখিত কোন ব্যক্তির কার্য অতু করণীয় নহে ; কিন্তু যাহারা বলেন যে ঋঙ্গ লিঙ্গে যুদ্ধোপ— · যোগী গুণ নাই ও ক খন ও ছিল না, উtছাদের মত খ গুল কর অf ণ শাক । ২৪ বৎসর হইল উত্তরপাড়ানিবাণী বাবু প্যারীমোহন পদ্যোপাধ্যায় উত্তর পশ্চিম প্রদেশে মুনসেফ ছিলেন। বিদ্রোইয়া কাছারি লুঠ করিতে অসিলে তিনি পেয়াদ প্রভৃতি ক ও ক গুলি লোক সংগ্রহ কল্পিয় তাহাদিগকে দূরীকৃত করেন । সে জন্য গবর্ণমেণ্ট তাহtকে জাইগির দান করিয়াছিলেন । প্যারী বাবুর ন্যায়। ধtঙ্গালিদের পেরুখ । > * > বাঙ্গালি রণ-কৌশল শিখিলে কি সিপাহি হাবলদার, স্বধাদার, অথবা কাপ্তেম হুইতে পারে না ? বাল্য শিক্ষার ফল অতি সংক্ষেপে বর্ণিত হইয়াছে । প্লেীঢ়কে সাহসী করিক্তে হইলে, বালককে অশ্বারোহণ, বন্দুক ব্যবহার ও মৃগয়া প্রভৃতি যুদ্ধাভাস বাtয়1মপ্রবৃত্ত করিতে হইবে । কি স্থ যোদ্ধা করিতে হইলে কেবল এইরূপ শিক্ষাতেই সম্যক ফল উৎপন্ন হইবে স। । রণকৌশল উত্তমরূপে শিক্ষা দিতে হুইবে । যৎকালে ইংলণ্ডের রাজ। প্রথম চার্লসের সহিত পালে মেণ্টের যুদ্ধারস্থ হয়, তৎকালে পালেমেন্টের সেন। রাজকীয় সেন কর্তৃক প্রায়ই পরাজিত হইত । উভয় সেনাই অশিক্ষিত ছিল ; কিন্তু রাজকীয় সৈনিকদের মধ্যে অনেকেই অশ্বারোহণ, বন্দুক ব্যবহার ও মৃগয়ায় পারদর্শী ছিলেন । পরে ক্রম ওএলু পালে মেন্টের সেনাকে এমন শিক্ষা দিলেন যে উক্ত সেনা অজেয় হইয়াছিল বলিলে তাতুক্তি হয় না । উৎকৃষ্ট রণকৌশল শিক্ষণ দিতে দিতে ক্রমওএল, সৈনিকদের মনে এই বিশ্বাস জন্ম ইয়। ছিলেন, যে রাজার পক্ষে - যুদ্ধ রাজার গৌরব ও প্রজার দাসত্ব জন্য ; কিন্তু পালে মেন্টের পক্ষে যুদ্ধ ঈশ্বরের মহাত্ম্যপ্রকাশ সদ্ধস্থ প্রচার, ও ইংরেজদের স্বাধীনতার জন্য । পালেমেন্টের সৈনিক দের মনে এই সংস্কার বদ্ধমূল হইল যে ঐ ধৰ্ম্মযুদ্ধে স্থত হইলে, নিশ্চয় স্বৰ্গলাভ ,