পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৯ ) নিজকরে পলতে প্ৰভু নিলেন তখন । নিজ করে পলতে লয়ে দল মাদল কামা- গেতে দিল, ধানগড়ার মাঠে গোল খেয়ে যত বগী মরেগেল । নিজ মন্দিরে মদন মোহন এসে বিশ্রাম করিল । তিন দিন গুর গুরুণি ভাই গগনে লাগিল । তিন দিন গুরগুরুণি ভাই গগনে লাগিল, ষত গৰ্ত্তবর্তী নারী ছিল তাদের গর্ভপাত 〔リ | রাজ। বগে এমন কৰ্ম্ম কে করিলে ভাই, হুকুম ছাড়া কামান দাগে বুঝি চিলতে - পারে নাই । চার ঘাটের শীত শ গোলন্দাজকে রাজt - ডাকাইল একে একে গোলন্দtম্বে রাজt জিজ্ঞাসা - করিল । তাল বোরজের গোলন্দাজ এসে বলছে ধীরে ধীরে, অামার একটা নিবেদন আছে রাজ। বলিগে তোমারে । যখন বৰ্গী এসে খান। কাটে, রাজা হলাম নিরানন্দ, ভাৰতে তাতে মুচ্চার পাড়ে পেলাম কৃষ্ণ অঙ্গের গন্ধ । বিষ্ণুপুর হইতে মহারাষ্ট্রদিগের প্রস্থান ।

  • @@

তেমন সময় দুট নয়ন অন্ধ হইল শুন - . হে রাজন, এমন সময় শব্দ পেলাম রাজা, করি নিবেদন । বিষ্ণুপুরের মহারাজার দেব অংশে জন্ম, যত কিছু বুঝতে পারলেন সব মদন মোহনের মৰ্ম্ম । যোল সম্প্রদায় কীৰ্ত্তন করে রাজ গমন করিল, পুজার ডাকিয়ে কপাট ঘুচায়ে প্রভুর বারামত হেtল । রাজ দেখে বিন্দু বিন্দু ঘৰ্ম্ম চোয়চ্চে মদন মোহনের গtয়, করে সকল বারুদ লেগে আর ধুল। লেগে পায় { সুকোমল অঙ্গে কত পরিশ্রম করেছেন প্রভু মদন মোহন আপনার গড় আপনি ব্লtথলেন অীপনীর গুপ্ত বৃন্দাবন । অরিকি আffসবে এমন দিন কি হবে মদন মোহন লাল, ८ङIभtब्र १८ङ्झ ङिख्झ ८िब्र ऎश्व्रकि cবন্ধেছে জাঙ্গাল (৪) (8) বিষ্ণুপুরে ইংরেজাধিকারের পর এই কবিতা লিখিত হইয়াছিল স্পষ্ট বোধ হইতেছে। মহারাষ্ট্রদের উৎপাতে বৰ্দ্ধমানের মহারাজ মুলাজোড় ও কাউগাছি গ্রামের মধ্যে গড় শ্যামনগর নামে এক দুর্গ নিৰ্ম্মাণ করি পুরে দুর্গ থাকায় মল্লরাজের সে দুৰ্গতি ঘটে নাই । बा उथाब हिण । विषू. &