পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনন্দ মঠ। প্রযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত । দ্বাদশ পরিচ্ছেদ । রণ জয়ের পর, অজয়তীরে সত্যানন্দকে ঘেরিয়া বিজয়ী বীরবর্গ নানা উৎসব করিতে লাগিলেন । কেবল সত্যানন্দ বিমর্ষ, ভবানদের জন্য । এতক্ষণ বৈষ্ণব দিগের একটও রণবাদ্য কিন্তু সেই সময় কে{থা হইতে সহস্ৰ সহস্ৰ ক{ড়ানগর। ঢাক ঢোল কামি সানাই, তুরী ভেরী, রামলিঙ্গ দামাম। আসিয়া জুটিল। জয়সুচক বাদে কানন প্রাস্তর নদীসকল শস্ব ও প্রতিধ্বনিতে পরিপূর্ণ হইয়া উঠিল। এইরূপে সন্তানগণ অনেক ক্ষণ ধরিয়া নানারূপ উৎসব করিলে পর সত্যাননা বলিলেন, “জগদীশ্বর আজ কৃপা করিয়াছেন, সস্তানধর্মের ङ्हेग्नt८छ्, কিন্তু এক কাজ বাকি অাছে। যাহার আমাদিগের সঙ্গে উৎসব করিতে পাইল ना, याहाब्रा आभएम ब्र ७९गएदब्र छना। প্রাণ দিয়াছে, তাহাদিগকে ভুলিলে চলিবে না । যাহার রণক্ষেত্রে নিহত হইয়া अक्लिग्नt मtछ्, छल यादें अtभब्रां भिन्न তাহাদিগের সৎকার করি, বিশেষ যে মহাত্ম। আমাদিগের জন্য এই রণজয় করিয়। প্রাণত্যাগ করিয়াছেন, চণ ছিল না, 领孙 মহান উৎসব করিয়া সেই ভবানদের সৎকার করি । তখন সন্তানদল বনো মাতরং বলতে বলিতে নিহত দিগের সৎকারে চলিল। বহুলোক একত্রিত হইয়া হরিবেtল দিতে দিতে ভারে ভীরে চন্দন কাষ্ঠ বহিয়া আনিয়া ভবানদের চিত রচনা করিল, এবং তাহাতে ভবানন্দকে শায়িত করিয়া, অগ্নি জালিত করিয়া, চিত। বেড়িয়t cदक्लिग्नt श्रब्र भूद्रांtद्र शाब्रिाउ লাগিল । ইহীরা বিষ্ণুভক্ত, বৈষ্ণবসম্প্রদায়ভুক্ত নহে, অতএব দাহ করে । কাননমধ্যে তৎপরে কেবল সত্যনিন, জীবনন্দ, মহেন্দ্র, নবীনানন্দ ও ধীরানন্দ আসীন; গোপনে পাঁচ জনে পরামর্শ করিতেছেন। সত্যানন্দ বলিলেন “এতদিন যে জন্য আমরা সৰ্ব্বধৰ্ম্ম সৰ্ব্বমুখ ত্যাগ করিয়াছিলাম, সেই ব্রত সফল হইয়াছে, এপ্রদেশে ইংরেজের সেনা আর নাই, মুসলমানের যাহা অৰশিষ্ট আছে, একদণ্ড অমাদিগের নিকট টেকিবে না, তোমরা এখন কি পরামর্শ

  1. {७ ।।' -

জীবtলন বলিল “চলুন এই সময়ে গিয়া নগর অধিকার করি ।” १