পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ २४:s ) সমস্ত ক্রিয়া স্তস্তিত রাখিয়৷ শ্রমের অtবশ্যকতা নিবারণ করিব এবং আত্মহত্যার দোষ হইতেও বিরত থাকিব । কিন্তু যোগ ভঙ্গ হইলেই আবার তাহার জীবনের কল চলিবে ; জীবনের কল চালাইতে হইলে শ্রমরূপ ইন্ধন অপরিহার্য্য। অতএব হিন্দুশাস্ত্ৰ মতে বৈরাগ্য কখনই অবিশ্রাস্ত হয় না । সুতরাং বৈরাগ্য কি প্রকারে অবিশ্রাস্ত হইবে তাহাতে হিন্দুধৰ্ম্মাবলম্বীর কৌতুক জন্মিতে পারে । আমার স্থল বক্তব্য এই যে গৃহস্থ শ্রমে থাকিয়। নিঃস্বর্থভাবে শ্রম করিলে মনে মধ্যে প্রকৃত বৈরাগ্য ভােব আশ্রয় করে। অতএব যখন গৃহীর পক্ষে শ্রম হইতে অব্যাহতি নাই তখন সেই অবিশ্রাস্ত শ্রমই অবিশ্রান্ত বৈরাগ্যের সার উপায় । বৈরাগ্য রক্ষা করিতে হইলে নিরস্তুর জগতের হিতজনক শ্রমসাধ্য কার্য্যে ব্যাপৃত থাকাই একমাত্র বিধি । পক্ষাস্তরে ইংরজি ভাযজ্ঞেগণের সমীco; dignity of labor hoto কতকগুলি বিশেষ বক্তব্য আছে । প্রাগুক্ত বিষয়ে আমার বিদ্যা বুদ্ধি কোমতের উপদেশ হইতে উৎপন্ন। ওঁহের সহিত অন্যান্য ইউরোপীয় শিক্ষকের গুরুতর মতভেদ আছে । ইদানীন্তন ইউরোপীয় মণ্ডলী কেহই পরিশ্রমের dignity (মাহাত্মা) অস্বীকার করিবেন না কিন্তু আমার সংস্কার এই যে কোমৃতের উপদেশ বাস্তदिक हैदब्राणानग-दिभि४ ७२९थनाना . . অবিশ্রান্ত বৈরাগ্য । - えいう भिकटकबा टेवब्रां८श्राज्ञ नगामब कथ्द्रनना। অতএব শ্রম ও বৈরাগ্যের সম্বন্ধ প্রদর্শন করাই এই প্রস্তাবের উদ্দেশ্য । ইংরাজি ভtষজ্ঞের পক্ষে শ্রমের সঙ্গে বৈরাগ্য অবলম্বন করা এবং হিন্দুধৰ্ম্মাবলম্বীর পক্ষে শ্রম অবলম্বন পূর্বক বৈরাগ অবিশ্রাস্ত করা এই ফুট উপদেশ সপ্রমাণিত করাই আমার সংকল্প । উপরে বলিয়াছি যে শ্রমের মাহাত্ম্য বৈরাগ্য লক্ষণাক্রান্ত কি না তদ্বিষয়ে ইউরোপীয়গণের মধ্যে মতভেদ আছে । অতএব এতদ্বিষয়ক বিচার ইংরাজিভাষ{জ্ঞ পাঠকের উদেশেই বক্তব্য । এক প্রকার মত এই যে dignity of labor কেবল ইউরোপেই ব্যক্ত হইয়াছে এবং তঁহাদিগের কথা আমি এই পৰ্য্যস্ত বুঝিয়াছি যে ব্যবসা, কারখানা, রাস্তা, গাড়ি, জাহাজ, কল, ভাল বন্দুক, ইউরোপীয়দিগের যুদ্ধপ্রণালী, শাসন প্রণালী, আচার ব্যবহার, টেবিল, চৌকি, ছুরি, #1 of Civilization R[xt owtর্থের অঙ্গমধ্যেই শ্রমের মাহাত্ম্য প্রতীয়মান। তাহাদিগের মতে, Civilisation শব্দে উল্লিখিত এবং তদানুষঙ্গিক বিষয়াদি বুঝা আবশ্যক এবংCivilisation ও পরিশ্রমের মাহাত্ম্য.অভেদ্য। এই প্রণালীতে বিচার করিতে হইলে শ্রমজীবিগণকে রাজ - ব্রাহ্মণের উপরে প্রাধান্য দেওয়া আবশ্যক এবং এই নিমিত্ত বিলাভে শ্রমজীবিগণের উন্নভির जन कूण, धवप्ब्रज कांशश trade-union