পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> *b*。 দেখিতে পাইব,-হৃদয়ের এই বাসন যে কতই প্রগাঢ় তাহ। আর কি বলিব । কিন্তু তবুও ত মন আশ্বস্ত হয় না। কই কেহই ত নিশ্চয় করিয়া আমাকে বলে না যে আমার আশা পূর্ণ হইবে, যে প্রেমময় পরিবারে এখানে অtছি, সেখানে ও সেই প্রেমময় পরিবারে থাকিতে পাইৰ ? সেই জন্যই ত কত আশা সত্ত্বেও মরিতে এত ভয় করে । কে বলে যে সে ভয় দুৰ্ব্বলতার লক্ষণ ? যে বলে সে জানে ন যে ভয় পবিত্র প্রেমের প্রাণ । কিন্তু এত আশা করিয়াও মানুষের মনে যে এত ভয়, তাহার কি কোন কারণ আছে ? অাছে বৈ কি। যে কারণের নাম—অদৃষ্ট । আমি কেমন করিয়া জানিব যে পরলোকে আমি আমার ভালবাসার জিনিস গুলি পাইব ? ইহুলোকেই ত আমার সকল অাশা পূর্ণ হয় না । আমি একটি বিশিষ্ট কারণে আমার স্ত্রীপুঞ্জকে গৃহে রাখিয়া দূরদেশে গিয়াছিলাম। সেখানে প্রকৃতির অপুৰ্ব্ব শোভ। দেখিতেছিলাম । কিন্তু দেখিয়াও সুখী হই নাই । কেনন। যtহাদিগের সুথের নামই মুখ, যাছদিগকে মুখের গুণগ না দিতে পারিলে সুখ দুঃখে পরিগত হয়, তাহার। আমার কাছে ছিল না । ष्ट्रिल मा ८रुन ? न!, अभि श्रोभाग्न श्हेंब्र७ गम्भूर्नक८° भागाब नहे ७बर তাছাদের হইয়াও সম্পূর্ণরূপে তাহাদের নই। এই ক্ষুদ্র সংসারে আমি এবং তাছার cष कठ भूक्लिङ्ग ७६१ क्छ ब्रंकम 'किङ्ग ইহলোক ও পরলোক । vo o q» ক্রীড়ার পদার্থ, কে তাহার ঠিকান করিবে ? আমি তাছাদিগকে দেখিব মনে করিলেই দেখিতে পাই না, তাহtদিগকে কাছে অনিৰ মনে করিলেই কাছে আনিতে পারি নাই । তাহারা যেমন অমিীকে একদিকে টানিতেছে, তেমনি শত সহস্ৰ শক্তি আমাকে শত সহস্র দিকে টানিতেছে । কিন্তু আমার এই ক্ষুদ্র সংসার চক্রের মধ্যেই যদি এইরূপ হইল, তবে কেমন করিয়া বলিব যে মৃত্যুর পর যখন এই অখিল ব্ৰহ্মাও আমার চক্র হইয়া উঠিবে, তখন আমি অামার ভালবাসার জিনিস গুলিকে স্বামীর কাছে রাখিতে পারিব ! ব্ৰহ্মাণ্ডের কোটি কোটি শক্তি প্রতি মূহুর্তে কোটি কোটি কার্য্য, কোটি কোটি সংযেtজনা, কোটি কোটি ব্যৰচ্ছেদ সাধন করিতেছে । সেই ভীষণ শক্তি সংগ্রামে কে কখন কি হইয়া যাইতেছে, কে কখন কি হইয়া যাইবে, তাহ কে বলিতে পারে ? আমি মরিলে, সেই শক্তিরাশি আমাকে লইয়া কি করিবে কেমন করিয়া জানিব ? আমার হৃদয়দেবী মরিলে সেই শক্তিরাশি ত{হাকে লইয়। কি করিবে কেমন করিয়া বলিব—কেমন করিয়া জানিব ? যখন এই ক্ষুদ্র সংসার চক্রেই এত কাট ছেড়া, তখন বিপুল ব্ৰহ্মাণ্ডের হাতে পড়িলে কি হইবে কেমন করিয়া বলিব ? ব্রহ্মাণ্ডের কোটি কোটি eथtग्नांस्मन-अtभtन्न निरस्रज्ञ cricब्रांछन অপেক্ষ কত উচ্চতর প্রয়োজন । কোন