পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৪৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> २४:० ) ঘাত করিলেন যে সে রক্ত বমন করিতে করিতে ভূতলে পতিত হইল। তখন সকলে ভয়ে অভিভূত হইয়া সত্বর বৃক্ষ হইতে নামিয়া পড়িল । বহু সংখ্যক লোক বৃক্ষতলে সমবেত হইল । তখন সকলে কি করা যায় পরামর্শ করিতে লাগিল, আর কাহার সাহস হইল না যে বৃক্ষে আরোহণ করে। কেহ বলিতে লাগিল প্রেতিনী,কেহ বলিল দেবী,কেহ বলিল উহাকে ছাড়িয়া দাও, কেহ বলিল ও পতি আন্বেষণে আসিয়াছে উহাকে স্থই একটা পতি দিয়৷ দিতে হইবে । এইরূপ কথপোকথন হুইতেছে, এমন সময়ে দৃষ্ট হইল দূরে সংগৃহীত কাষ্ঠ কম্বলাদি জুলিয়া উঠিল, অগ্নি লেলিহান জিহব বিস্তার করিয়া যেন বনরাশিকে গ্রাস করিতে উদ্যত হইল । হঠাৎ অগাধ ধুমরাশিতে কাননাভ্যস্তর গাঢ়তর অন্ধকার হইয়। উঠিল, দেখিতে দেখিতে যে স্থানে আশ্বারোহীগণ সমস্ত দিন পরিশ্রমের পর খাদ্যরাশি সংগ্ৰহ করিয়াছিল, তাহtয় সন্নিকটে প্রচণ্ড পাবক রাশি পরিদৃশ্যমান হইল । সেনাপতি বারস্বার তুর্য্যধ্বনি করিতে লাগিলেন ; বোধ হইতে লাগিল যেন অগ্নিদেব, সৈনিকদিগের প্রাণভূত আল্লরাশি গ্রাস করিতে উদ্যত হইয়াছে । তখন বৃক্ষ তলস্থ সকলেই আহাৰ্য্য দ্রব্য রাশি রক্ষণ কfরबांद्र निभिख ठभछिमूथ शाविउ श्हेश । কেবল কাঞ্চন যাহাকে পদাঘাত করিয়া ছিল, সে ও আর একজন বিকটাক্কতি । কাঞ্চনমtল । 密8宁 লোক বৃক্ষতলে বসিয়া রহিল, এবং ঘন ঘন বৃক্ষের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিল । তাহীদের কি অভিসন্ধি ছিল বলিতে পারি না ; কিন্তু যতদূর অনুমান করা যায় অভিসন্ধি ভাল ছিল না। কাঞ্চন একবার মনে করিলেন নামি, আখার ভাবিলেন, এরূপ দুৰ্দ্দাস্ত লোকের হাতে পড়া ভাল নয়, ভাবিয়া তিনি বৃক্ষের উপরি ভাগে আরোহণ করিতে লাগিলেন, এবং ইহুদিগের হস্ত হইতে উদ্ধার পাইবার কিছু উপরে অাছে কিনা চিস্তা করিতে লাগিলেন। কিন্তু কাঞ্চনের উপায় ভগবান আপনি করিয়া দিলেন, কাঞ্চন বৃক্ষোপরি উঠিয়া দেখিলেন, অরণ্যানী পরিবেষ্টন করিয়৷ বহু সংখ্যক অশ্বরোহী প্রচণ্ডবেগে ধাবমান হইতেছে, সুর্য্য কিরণে তাহীদের বর্ষ্য, উষ্ণীষ, কবচাদি জ্বলিতেছে ; তীক্ষুধার বর্ষার অগ্ৰে অপরাহ স্বৰ্য্য-কিরণ প্রতিফলিত, শীর্ণ, বিশীর্ণ হইয়া যাইতেছ, দেখিতে দেখিতে তাহারা ঘুরিয়া বনমধ্যে প্রবেশ করিল এবং কাঞ্চন যে বৃক্ষে আছেন তাহার নিকট দিয়া-ব্রাহ্মণ সেনার পশ্চাৎ ভাগে আক্রমণ করিল । যাইবায় সময়ে একজন বৃক্ষতলস্থ যোধবেশী ব্রাহ্মণ সৈন্য দ্বয়ের পৃষ্ঠে বর্ষাঘাত করিল, তাহtब्रां छेङ८ग्नई ऊङ्गदाग्नेि निझा*न कग्निब्राँ যুদ্ধ করিতে অগ্রসর হইল ; কিন্তু তিন চারিটি বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত হইয়। উভয়েই ধরাশায়ী হইল। ও দিকে ব্রাহ্মণসৈন্যগণ সম্মুখে প্রচও অগ্নি পশ্চাতে