পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৪৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৯) থাকি । তার পরে ভাবিল যে নীচেয় গেলে, তক্তার উপর ত বিছানা করিয়া তক্ত লুক্কাইতে পারিব না—যাহারা দ্বার ভাঙ্গিতেছে, তাহার। দেখিতে পাইয়৷ তক্ত তুলিয়া নীচেয় গিয়া ধরিবে। তখন প্রফুল্প বুঝিল, যে সাহস ভিন্ন রক্ষার অন্য উপায় নাই। একে স্বভা বতঃ প্রফুল্লের অনেক সাচস—তাতে কয় দিন ধরিয়া, প্রফুল্ল অনেক দুঃখ কোথা রাখি প্ৰাণ । ৪৯১ যন্ত্রণ পাইয়াছে—ঙ্গনেক বিপদে পড়িয়া উদ্ধার পাইয়াছে—অনেক সাহস করিয়াছে। অতএব সাহসে ভর করিয়া, প্রফুল্ল গিয়া দ্বার খুলিয়া দিল । তখন মম বান্তি জলিতেছিল । দ্বার খুলিব মাত্র, হুড় হুড় করিয়া জনকুড়ি পাঁচশ কালান্তক যমের স্থায় জোয়ান ঘরের ভিতর প্রবেশ করিল। কোথ রাখি প্রাণ। • “যোগ মগন ষ্টর. তাপস যত দিন তত দিন না ছিল কৃেশ ।” দশমহাবিদ্য ।

  • প্রকৃতি ! কোথায় আজ রাখিব এ প্রাণ

বিশাল এ ধরতিলে—

  • エg S NSマgびリー অতল এ বক্ষে মম—মিলে না যে স্থান, কোথায়--কোথায় —আজ রাখি এই

certs ! 3. কোখ ভূমি রাখ তারে-প্রলয়ে যখন— ওই গ্রহ তার টুটে শূন্য পথে ধায় ছুটে, কোথা সে অমাথ গ্রহে কর স্থান দান ! আমার এ প্রাণ তথা পায় নাকি স্থান ? VM জলধি ! তোমার গর্ভে -সে স্থান কোথায় বক্ষচু্যত অনাশ্রয় ক্ষুদ্র রেণু নিরাশায়— অকল প্রবাহে পড়ি’ যবে ভেসে যায়— কোথা সেই স্থান যথা রাখ তুমি তান্ধ ? 8 বসুন্ধরে ! যে বাথার নাহি স্থান বিপুল সংসারে মৰ্ম্মেও না স্থান পেয়ে অশ্রদ্ধারে পড়ে বেয়ে হৃদয় পাতিয়া তুমি স্থান দেহ ভাৱে— । কোথাৱtখ সেই অশ্লী দেখাও-খামারে । । • তুমি হে মনীয় ! তুমি দেহ দেখাইয়t ছিন্ন প্রাণ-পাদপের