পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৪৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. **३ দগ্ধ-প্রাণ-মানবের— কাতর নিশ্বাস যথা লহ মিশাইয়— সেই স্থান আজ মোরে দেহ দেখাইয়। } وهي " বনরাজি ! তব অঙ্কে সে স্থান কোথায়-- যথা রাখ পাপিয়ার সকরুণ সে চীৎকার যবে সে অস্থির প্রাণে গভীর নিশায় তোমার নির্জন অঙ্কে কাদিয়া বেড়ায় ? হিমাচল"? বিপুল অস্তরে তব গোপনে যেখানে— রাখি’ প্রাণ অtপনার না পাও যন্ত্রণ আরসেই খানে বিন্দুমাত্র মিলিবে কি স্থান ? রাখিতে আমার এই নিরাশ্রয় প্রাণ ? Եր শ্ববর্বরি । তোমার বক্ষে অতিস* যখন ছুটি ভীম যাতনায় কাদিয়া ফাটিয়া যায় লুকাও হৃদয়ে তায় করিয়া যতন এ প্রাণ রাখিতে কেন সঙ্কুচিত মন ।

স্রোতস্বতি । তোমার উত্তর তীর-বাসি প্রাণিগণ— भूणि, कूप्ले, भश1, शरै या किङ्क झुर्माद्र, ज्राहे- - দেয় ফেলি তব লীরে—সবে দেও স্থান তাহতে যে ঘৃণ্য বলি ফেলেছে এ প্ৰাণ! - ংলার ছে! তুমি জাঙ্গ দেখাও জামারে बजलशॉन । (कोखुम তিলব্ধি এমন স্থfম—- যথা আজ রাখি প্রাণ ! জগদীশ অনাথের তুমিই আশ্রয়— তুমি বল । আজ প্রাণ রাখিব কোথায় ? a অথবা কেন রে বৃথা ডাকি ত্রিসংসারে এ জগৎ খুলে প্রাণ যদি আtঞ্জ দেয় স্থান--- এ প্রাণ তথায় আজ রহিতে না পারে ? তবে কেন অকারণ স্বধাই সবারে । আর তুমি — ইহ জীবনের তুমি অনন্য, অমরি । লা জানি সে কি যে স্থান— যাহা ক’রেছিলে দান ! জগতে যে সমতুল তার নাহি হেরি অনাথ করিলে সেই স্থান-চু্যত করি ? ృశి ৰীরেক নয়ন খুলে দেখ তুমি হায় !— কোথায় তুলিয়া ছিলে !— কোথায়—ফেলিলে ঠেলে ? স্বৰ্গাধিক স্বৰ্গ-সে যে-তুলিলে যথায় ফেলিলে এ প্রাণে আজ দেখহ কোথায় ? 8 - কি ভীষণ এ পতন দেখ একবার— সূচীমুখ মাত্র স্থান তুমি করেছিলে দান - উঠিল এ প্রাণ-সঙ্গে ব্ৰহ্মাও উঠিল ? খসিল এ প্রাণ-সঙ্গে কেহ লা টুটিল ? - ኔሮ সেই স্বৰ্গচু্যত નામ একাকী জামায়

  • हाँफेहे ।