পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৯) নাম যে রামকান্ত-তোমার বাপ চূড়। বেচিত—আমার বাপ বড় আদমি ছেলে ।” হাকিম । তোমার বাপ কি করিত ? সাহেব। বড় লোকের সাদি দিত। হাকিম । সে আবার কি ? ঘটকালি ফরিত না কি ? মোৰুণর । অজ্ঞে না---বিবাহের বাজনার জয় ঢাক ঘাড়ে করিত । অনেকে হাসিল । হাকিম জুরিস্ডিক্সমের আপত্তি নামঞ্জুর করিয়া, শ্বিচারে প্রবৃত্ত হইলেন । ফরিয়াদীকে তলব কর}য় রূপার পৈছ! হাতে নধর কালো কোনো একজন স্ত্রীলোক উপস্থিত হইল । তাহাকে যেরূপ জিজ্ঞাসাবাদ করা হইল, আর সে সেরূপ উত্তর দিল, নিম্নে কিছু লিখিতেছি – প্রশ্ন t তোমার নাম কি ? উত্তর । রঙ্গিণী জেলেমী । প্রশ্ন । তুমি কি কর ? উত্তর । বিল থ’লে মাছ ধরে বেচি । আসামী সাহেব কহিল, “কুই বাত। ও সু"টকি মাছ বেচে ।” জেলেী বলিল, “তা ও বেচি। তাইতেই ত তুমি মরেছ।” - প্রশ্ন । তোমার কিসের মালিশ ? উত্তর । চুরির নালিশ । প্রশ্ন । কে চুরি করেছে ? উত্তর । ( সাহেবকে দেখাইয়' ) এই বাগদীর ছেলে । সাহেব । মুই সাহেব আছে--মুই বাগদী চাই । }B!RA}NS©NISM, প্রশ্ন । কি চুরি করেছে ? উত্তর । এই ত বলিলাম—এক মুঠ স্কু টকি মাছ । প্রশ্ন। কি রকমে চুরি করিল ? উত্তর । আমি ডাল পাতিয়া তাতে স্ব টকি মাছ সাজাইয় বেচিতেছিলাম— একজন খদের এলো—তো তীর পানে ফিরে কথা কইতেছিলাম-এমন সমরে সাছের ডাল থেকে এক মুঠ মাছ তুলে নিয়ে পাকেটে পূরল | প্রশ্ন । তার পর, তুমি টের পেলে কেমন ক’রে ? পাকেটের সে তাপ খনি বৈ ছিল ন! —ত সাহেবের মনে ছিল না । স্ব টকি মাছ সব ফুটে৷ দিয়া মাটিতে পড়িয়া গেল । এই কথা শুনিয়া সাহেব রাগ করিয়t বলিল “ন; বাবুজি ! ওর চুপড়িটাই ফুটেt; তাই মাছ বেরূইয়ে পড়েছিল ।” জেলেী বলিল, “ওর পকেটে দুই চারিট মাছ পাওয়া গিয়ছিল ।’’ সাহেব বলিল, “সে মুই দাম দেবে ব’লে নিয়েছেলে।” সাঙ্গীর স্বারা প্রমাণ হইল যে, ডিক্‌সন সাহেব স্ব টকি মাছ চুরি করিয়াছেল । তখন হাকিম, সাহেবের জবাব লিখিণ্ডে বসিলেন । সাহেব জবাবে কেবল এই ৷ কথা বলিলেন যে, কাল ৰাঙ্গালীর । আমার উপর “জুষ্টিকেশন লেই।” সে আপত্তি অগ্রাহ করিয়া স্থাকিম ভাস্থাকে । এক হস্ত কয়েদের হুকুম দিলেন । দুই উত্তর ।