পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৫৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৯ ) দেবী চৌধুরাণী । @$冷 ত্রয়োদশ পরিচ্ছেদ । বেলা প্রহরেকের মধ্যে ভবানী পাঠক, প্রফুল্পের নিকট আসিয়ু উপস্থিত হইল । প্রক্ষণ দেখিবার প্রত্যাশা করিতেছিলেন —চোর্গোপ্লাওয়াল শির-উঠা পাকানশরীর ডাকাতের সর্দার ; এলে কি না গোপ-কামান ফোটাকাটা নধরশরীর ভট চায্যি বামুন । প্রফুল্ল কিছু বিক্ষিত হইল । পরিচয় পাইয়া বলিল,

    • অীপনি কি মনে করিয়া আসিয়া

८छ्न ?" ভবানী । তুমি ডাকিতেছিলে না ? প্রফুল্ল । কাল রাত্রে যাহার। আসিয়াছিল, তাহারা বলিয়াfছল, তাহাদিগের দলপতিকে পাঠাইয়া দিবে— কিন্তু মোপনি কে ? ভবানী। আমিই ডাকাতের দলপতি-ত্তোমার কি প্রয়োজন আছে বল ? প্রফুল্ল কিছুই বলিতে পারিল না। গত রাত্রের ভীষণ ব্যাপারে সে বহুসংখ্যক দক্ষ কর্তৃক পরিবেষ্টিত হইয়াও তাছাদের চীৎকারেও চুপ করে নাই--সাংস করিয়া কথা কহিয়াছিল, কিন্তু ইছার সম্মুখে পারিল না। দুর্দশ দেখিয়া ভবানী বলিল, “তোমার ঘর বাড়ী, জিনিষ পত্র, দাস দাসী চাই ?* প্রফুল্ল চুপ করিয়া য়ছিল । ভবানী ৰলিল, “তোমার এ সঙ্কল চাই আমি গুনিয়াছি। কিন্তু কেন ? তোমার টাক। আছে বুঝিয়াছি, সে টাকা কয়দিন থাকিবে ? প্র। এমন কথা কেন বলিতেছেন ? ভ। বনবাসীদিগকে দেখিয়াছ ত ? তাহারা তোমার টাকা কয়দিন রাখিবে ? প্র । আমার টাকা এখানে নাই । ভ। এ কথা আমার কাছে বলে। বৃথা—আমি তোমার দেওয়া পুরাণ মোহরগুলি দেখিয়াছি। বোধ হয়, তুমি এই পুরাণ বাড়ীতেই টাকা পাইয়াছ— এই খানে টাকা আছে । প্র । যদি এখানে আমার টাক। থাকে—তোমরা কি তাহা কাড়ির। লইবে ? (প্রফুল্পের মুখ विरुछ्रे । ) ভ। আমি কাড়িয়া লইব না । কে লইবে তাও আমি জানি না।-কিন্তু তুমি নিঃসহায় বালিকা—এ বনের ভিতর, টাক দূরে থাক,জাতিকুল কিছুই রাখিতে পারিবে না । প্রফুল্প প্রায় কঁাদিয়া ফেলে, কিন্তু ম্বে সাহসের গুণে এত বিপদ হইতে উদ্ধার হইয়াছিল, সেই সাহসের উপর ভর করিয়া কহিল, “নিঃসহায় কিসে ? অাপনাকে আমি সহায় ধরিয়াছি।” ভ। অামি তোমার সহায় হইলে তোমার সে সকল ভয় নাই বটে, কিন্তু