পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৫৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৯ ) রাখা যায় না, তখন তিনি একে একে পূৰ্ব্ব কৰ্ম্মচারীদের পদচু্যত করিয়া আপনার ইয়ারদের সেই সকল পদ দিতে লাগিলেন । এই উপলক্ষে আলিবর্দির জ্যেষ্ঠ হাজি অtহাম্মদের কার্য্য গেল । সরফরাজ খাঁ মনে করিয়াছিলেন র্তাহার পিতার নিকট হাজি অtহাম্মদ নন। বিষয়ে ঋণী ছিলেন । সুতরাং কম্মিনকালে তিনি কুতন্ত্র হইতে পরিবেন না । কিন্তু পদচ্যুত হইবা মাত্ৰ হাজি অাহাম্মদ সরফরাজ থার বিরুদ্ধে গোপনে দল বাধিতে লাগিলেন । প্রথমতঃ সরফরাজ খায় তাহা কিছুই সন্দেহ না করিয়া আপনার নবাধী উপভোগ করিতে লাগিলেন । স্কুপের নিমিত্ত নবাবী । অতএব যtহাতে মুখ হয়, সরফরাজ খাঁ। তাছাই করিতে লাগিলেন । কখন যুদ্বাপরিবেষ্টিত হইয়। যুবতীর মৃত্য দেখেন, কখন মুনারীর সঙ্গীতে উলুগু হইয়া “পেয়াল পেয়ালা" সরাব থান । হাজি আহাম্মদ এই সময় কালিঘঞ্জিকে পত্র লিখিলেন যে, সরফরাজ খা “আয়েস” লইয়া মাতিয়াছেন, রাজকাৰ্ষ্যে তাহীর মনযোগ नाहे অতএব এই এক সময়। আলিবদি পূৰ্ব্বেই ইহা বুঝিয়াছিলেন, সরফরাজ থাকে হত্যা করিয়া আপনি নবাব হুইবেন, এ সাধ তাঙ্কার মনে মনে ছিল ; কেবল সময়ের অপেক্ষা করিতেছিলেন । দিল্লীর দরবারে লোক পাঠাইয়াছিলেন। cবহার অঞ্চলের দুই এক জন রাজাকে সিরাজ উদ্দৌলা । @盤。 শাসন করিবার ছলে সৈন্য সংগ্ৰহ করিতেছিলেন, এমৃত সময়ে হাজি আহাম্মদের পত্র আসিল, কিন্তু আলিবর্দি তাহার কোন উত্তর দিলেন না । হাজি আহাম্মদ আর এক স্বর ধরিলেন । তিনি আলিবর্দিকে আবার লিখিলেন ষে সে দিবস জগৎ শেটের পুত্রবধূকে সরফরাজ থা আপনার অন্দরে লইয়! গিয়াছিলেন, এবার আমাদের পরিবারের উপর হস্ত বাড়াইবার উপক্রম করিয়াছেন ; সম্প্রষ্টি ধরিয়াছেন যে আমাদের ভাগিনেয়ীর সহিত র্তাহার পুত্রের বিবাহ দিবেন। তিনি বিলক্ষণ জানেন যে আমাদের ভাগিনেয়ীর সম্বন্ধ স্থির হইয়। গিয়াছে। জানিয়া শুনিয়া এ চেষ্ট। কেবল আমাদের কুলে কলঙ্ক ঘটাইবার নিমিত্ত । এৰার আলিবর্দি আক্ষেপপূর্ণ এক পত্র সরফরাজকে লিখিলেন । তদুত্তরে সরফরাজ জানাইলেন যে “আমার কোন দোষ নাই, তোমাদের সঙ্গিত আত্মীয়তঃ দীর্ঘস্থায়ী করিবার আকাজক্ষায় আমি এই বিবাহের প্রস্তাব করিয়াছিলাম, কন্যাট ষে বাকৃদত্ত তাহা অামি জানি তাম না ।” আলিবর্দি এ উত্তরে সন্তুষ্ট হইলেন না, তিনি একবার ওজর পাইয়াছেন আর তাহ ছাড়িতে পারিলেন না । অতএব সসৈন্যে মুরশিদাবাদ যাত্র । করিলেন । সরফরাজ খাঁ। এ সংবাদ পাইয়। তৎক্ষণাৎ অগ্রসর হইলেন ।