পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৫৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৯ ) বৰ্ত্তী পরিবার বলে, ইংলণ্ডে তাহ নাই । ইংলণ্ডে শুধু পতিপত্নী লইয়া পরিবার । এখানে পিতা, মাতা, খুল্লঙ্গাত, জ্যেষ্ঠতাত, ভাই, ভগিনী, মাতৃ স্বসা, পিতৃস্বসা, প্রভৃতি লইয়া পরিবার । কাজে ষ্ট ইংলণ্ডে পত্নীর একমাত্র সম্বন্ধ, পতির সহিত । এখানে যত গুলি লোক লষ্টয়া পরিবার, পত্নীর ততগুলি সঙ্গন্ধ, বা তান্ত গুলি লোকের সচিত সম্বন্ধ । যাহার একটি লোকের সহিত সম্বন্ধ তাহার ক{গ্য এবং কর্তৃব্যের সংথ্যা কল্প ; যাহার অনেক লোকের সহিষ্য সম্বন্ধ ত্+স্কার কাৰ্য্য এবং কত্ত বোর সংখ্যা অধিক । অতএব যাহার একটি লোকের সহিত সম্বন্ধ, তাহার শিক্ষার বিষয় কম এবং ষ{হার অধিক লোকের সহিত সম্বন্ধ, তাহার শিক্ষর বিষম বেশী । এই দুষ্টটি শিক্ষার প্রকৃতি ও এক নয় । যাহার শুধু পতির সহিত সম্বন্ধ, সে প্রেমের বলে অনেক ক ৰ্ত্তব্য সহজেই শিঃখ ও সম্পন্ন করে । যাহার অপ রের সহিত সম্বন্ধ সে প্রেমের সহীমতা পায় না, তাহাকে কেবল পারি বারিক প্রণালীর অনুরোধে অনেক কৰ্ত্তব্য কষ্ট করিয়া শিখিতে এবং সম্পন্ন করিতে হয় । অল্প বয়স হইতে পতির পরিবারে থাকিয়৷ এই শিক্ষা লাভ ন৷ করিলে, এ শিক্ষা প্রায়ই লাভ করা যায় না । এ শিক্ষা লাভ না করিয়া অধিক বয়সে পতির পরিবারে চ{গমন করিলে, বরোধৰ্ম্ম বশত: শুধু fওর বিবাহের বয়স এবং উদেশ্য । అsf প্রতি স্ত্রীর এতই অনুরাগ হয় যে, অপ রের প্রতি ; পারিবারিক নিয়মানুসারে কৰ্ত্তব্য সাধন করিতে সে নিতান্তই অক্ষম হইয় পড়ে । আরো এক কথা । যাহার শুধু পতির সহিষ্ঠ সম্বন্ধ, সে শুধু পতির মনের মত হইলেই চলে। কিন্তু যাহার অপরের সহিত সম্বন্ধ, তাহাকে অনেকের মনের মত হওয়া চাই । কিঞ্চিৎ রূপ, কিঞ্চিৎ সৌন্দৰ্য্য, কঞ্চিৎ হাবভাব থাকিলে পত্নী পতির মনের মত হইতে পারে ; কিন্তু অপরের মনের মত হইতে হইলে,যে সব গুণ কার্যকর হয় না.অপরের দ্বারা গঠিত বা শিক্ষিত হষ্টলেই ভাল হয় । সে রকম শিক্ষা অল্প বয়সে য ই কার্য্যকর হয়, বেশী বয়সে তত হু ওয়া অসম্ভব । ফল কথা, যাহাকে অনেকের মনের মত হইতে হইবে, অনেকের তাহাকে মনের মত করিয়া লওয়াই প্রকৃত পদ্ধতি । প্রাচীন শাস্ত্রকারের পরিবারস্থ সমস্ত ব্যক্তির সহিত পত্নীর কিরূপ সম্বন্ধ তাগ বুঝিতেন এবং বুঝিয়। সেই সম্বন্ধ যাহাতে মুখের সম্বন্ধ হয়, এইরূপ কামনা করিতেন । বিবাহের মন্ত্রের মধ্যে নিম্নোদ্ধত মন্ত্রটি দেখিতে ° 3ौं श्रृु : ও সম্রাজ্ঞী শ্বশুরে ভব नअख्ठिौं श्रुथ,ाँ२ उद ননন্দরি চ সম্রাজ্ঞী ভব সম্রাঞ্জী অধিদেরষু। বর কস্তাকে বলিতেছেন ; –শ্বশুয়ে সম্রাজ্ঞী হও, শ্বশ্রজনে সম্রাষ্ট্রা হও,