পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৫৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৯ ) : তবে এমন হইতে পারে যে, তোমারই স্বখ হইল, আর কাহারে কিছু হইল না । কিন্তু স্বাধীনত। বিসর্জন দিয়া যদি পরে|পকারী হইতে পার, তবে তুমিও সুখী হইবে এবং অপরেও স্বর্থী হইবে । এ জগতে একলা থাকিবার যে নাই ; পশু একল থাকিতে পারে, মাতুষ পারে না । যদি পাচ জনকে লইয়া থাকিতে হইল তবে জীবনট। পাচ জনের সেবায় উৎসর্গ করিতে পারিলেই, এ জগতে এ জীবcনর কার্য্যট। এক রকম করা হইল না ? কিন্তু সেই মহৎ কার্য্য সাধনার্থ যদি স্ত্রী পুরুষের মিলন আবশ্যক হয়, তবে নিজ স্বাধীনতাকে বড় না ভাবিয়া সেই মহৎ কাৰ্য্যটিকে বড় ভাবিয়া স্ত্রীপুরুষে মিলিত হইলেই ভাল হয় না ? যদি বল যে স্ত্রীপুরুষে মিলিত হয় হউক ; কিন্তু স্বে মহৎ কার্য্যের উল্লেখ করা হইল, সেই জন্যই যে তাহারা মিলিত হইবে এমন কি কথা আছে ? ইহার উত্তর এই যে, যদি স্ত্রী এবং পুরুষকে মিলিতেই হয়, তবে সেই মহৎ কাৰ্য্যোদেশে মিলিলে মিলনটা যত মহৎ এবং মনুষ্যত্ব স্বচক হয়, স্বন্য কোন উদ্দেশে মিলিলে তত ছয় না। একথা যদি ঠিক হয়, তবে সাহস করিয়া বলিতে পারি যে বিবাহের इींद्रt জীবনের মহৎ কার্য্য সাধন করিতে হইলে যদি ব্যক্তিগত স্বাধীনতা খৰ্ব্ব করিতে বা বিসর্জন দিতে হয়, তবে ८ग यांशूष হইবে ভtহার তাহ করা একান্ত কৰ্ত্তব্য । ইংরাজ আত্মপ্রিয় বিবাহের বয়স এবং উদ্দেশ্য । মানুষের প্রকৃত বিবাহ হয় । ● ዓ•ጋ বলিয়া তাহার বিবাহের প্রকৃতপক্ষে মহৎ উদ্দেশু নাই। মহৎ উদ্বেশু নাই বলিয়াই তাহার বিবাহ, বিবাহই নয় । মহৎ উদ্দেশু থাকিলেই মায়ুষের সহিত যেমন হারমোদিয়াসের ) সহিত এরিষ্টজিটনের বিবাহ ; যিশু খৃষ্টের সহিত সেণ্টপলের বিবাহ ; চৈতন্তের সহিত নিত্যানন্দের বিবাহ ; রামের সহিত লক্ষ্মণের বিবাহ । আরো এক কথা । ইংরাজের স্বাধীমতার ধুয়া কি জন্ত ? না, অপরের দ্বার স্বাধীনতা অপহৃত হয় বলিয়া, অপরে অত্যাচার করিয়া বা স্বার্থসাধনার্থ স্বাধীনতা বিনষ্ট করে বলিয়। । কিন্তু জগতের এবং মনুষ্যজীবনের মহৎকার্য্য সাধনার্থ স্ত্রীপুরুষের যে মিলন এবং মিশ্রণ হয়, তাহাতে অত্যাচারই বা কোথায়, স্বার্থ সাধনাভিপ্রায়ই বা কোথায় ? তাহাভে যদি স্বাধীনতার বিলোপ হয়, সে ত স্ত্রী এবং পুরুষ উভয়েরই মহৎকাৰ্য্য সাধনার্থ হইবে । অতএব সে স্বাধীনত। বিলোপের বিরুদ্ধে কাহারো কোন কথা কহিবার যে নাই । মহৎকার্য্যের নিমিত্ত যাহ। দেও তাহ" ত দূষণীয় দীন নয়, তাহ। মহৎ মনের মহৎ ও পবিত্র, আহুতি । ইংরাজ সে মহৎ ও পবিত্র আহুতি দিবার নিমিত্ত বিবাহ করেন না, হিন্দু করেন। ইংরাজ আপনাকে লইয়াই ব্যস্ত, হিন, জগৎকে লইয়াই ব্যস্ত । ইংরাজ আপনার जना गभाप्छ। थोप्क्न, श्कि नयांप्णइ छछ।