পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভার কার্য্যনিৰ্বাহবিষয়ক বিধি । হোস অফ কমন্স সভার সহকারী ক্লার্ক খ্ৰীযুক্ত পালগ্রেভ সাহেব বিরচিত চেয়ারম্যানস হ্যাণ্ডবুক' নামক ইংরাঞ্জী গ্রন্থ হইতে ভাষান্তরিত। ভবানীপুর যন্ত্র । মূল্য ॥• আন । . অনেকে জিজ্ঞাসা করিতে পারেন লিখিবার বিষয় এত থাকিতে, এ গ্রস্থ কেন ? অম্বুবাদক তাহার উত্তর কতকট। fमब्रtcछन । “kaङ८कc= ७भनcय गगड সভা ও কমিটী সংস্থাপিত হইতেছে তাহার আদর্শ ইংলওঁীয় পালিয়ামেণ্ট । সাক্ষাৎকল্পে না হউক নিগূঢ় সম্বন্ধে বটে তাহার সন্দেহ নাই। ঐ সকল সভার কাৰ্যনিৰ্ব্বাহের সাহায্য, অন্ততঃ পালিরামেন্টের কার্যপ্রণালী ও তৎসংহুষ্ট ইংলণ্ডের ইতিবৃত্ত বুঝিবার পক্ষে কিঞ্চিৎ স্থবিধা হইতে পারে এই সংস্কার বশতঃ এই অস্থবাদ কার্যে প্রবৃত্ত হইয়াছি। এই পুস্তকের সার কথা আমাদিগের স্বদেশবাদিগণের বোধগম্য করিবার জন্য অপেক্ষাকৃত সহজ প্রণালী অবলম্বন করা অসাধ্য ন হইতে পারে । কিন্তু এতদ্বিষয়ে মূল গ্রন্থকারের যে ব্যুৎ

R বঙ্গ ধৰ্ম্মল ।

( জ্যৈষ্ঠ । সংক্ষিপ্ত সমালোচন । পত্তি এবং খ্যাতি আছে তাছার আশ্রয় পাইবার আশা করিলে অনুবাদ ব্যতীত উপায়াস্তুর নাই । “অনুবাদক পালিয়ামেন্টের কার্য্যপ্রণালীকে যে একান্তচিত্তে ভক্তি করেন এমন নছে । কিন্তু ঐ প্রণালী বুঝিলে এদেশের লোক স্বকীয় বুদ্ধিমতে দলাদলি করিবার জন্যে সস্তস্বতঃ একটি মুচারু পদ্ধতি ক্রমশঃ সংস্থাপন করিয়া উঠিতে পারেন। পল্লিগ্রামের দলাদলি এখনকার উপহাস স্থল হইলেও উহাই আমাদিগের প্রকৃতি সঙ্গত অনুমান হয় ; ঐ প্রথার পূর্ণ লোপ সম্ভব বোধ হয় না, এবং তাহ বাঞ্ছনীয় কি না আরো সন্দেহের স্থল । পালিয়ামেন্টের কার্য্যও বাস্তবিক আমাদিগের দলাদলি হইতে বড় বিভিন্ন নয় । পরস্তু এ সমস্ত ঘরের কথা । ইংরাজিমতে ইংরাজের সঙ্গে একত্বে সভার কার্য্য করিতে স্কইলে এই সকল পালিয়ামেন্টের নিয়মের প্রতি উপেক্ষ কর বর্তমান অবস্থায় স্ব বুদ্ধির কার্য নহে ।” এ দেশে আজি কালি বিস্তর লোক আছেন, র্যাহার রোডশেষ কমিটির যেখর, ব্রাঞ্চ রোড়শেষ কমিটির মেম্বর,