পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२४ 8 1) য়ের জ্বালা চিরদিন হৃদয়ের ভিতর ধিকি ধিক জলিতে থাকে। আবার দুঃখের উপর দুঃখ, স্ত্রীলোকের জন্য লজ্জার শাসন এতই কঠোর, যে বুক ফাটিয়া গেলেও মনের বেদন মুখ ফুটিয়া বলিবার যো নাই। হৃদয়ের তাপ হৃদয়ে চাপিয়া রাথিতে হয়, মনের দুঃখ কেবল মন জানে, অস্তরের শ্বাস অস্তরে মিলায়, চক্ষের জল চক্ষে শুকায়,—আবায় বলি, হিন্দুবিধবার জীবন বড় দুঃখের জীবন। এ দারুণ দুঃখ অপ্রতিকার্যা, কেন না হিন্দুবালার বৈধব্য অনপনেয়। নী মরিলে আর বিধবার যন্ত্রণ ফুরায় না । যে রোগের যে ঔষধ, সে রোগে তাঁহাই ব্যবস্থা । বিধবার মরাই ভাল । দেখান গিগাছে, বিধবার মৃত্যুতে সংসারের ক্ষতি নাই । দেখান গেল, বিধবার মৃত্যুতে দুঃখের হ্রাস আছে। যদি কেবল ইহাই হই ত, তাঙ্গ হইলেও বিধবার মৃত্যুকে অমঙ্গল বলিহাম না। কিন্তু আরও দেখান যাইতেছে, যে সহমরণে সমাজের লাভ,আছে । স্মাইল বলিয়াছেন এবং আমরাও বলি, দৃষ্টান্তের ন্যায় উপদেষ্ট নাই । যাহারা বলেন,—আমি যাহা করি তাহ করিও না, আমি যাহা বলি তাঁহাই কর, —র্তাহারা মতিভ্রান্ত ; তাহায় মনুষ্য চরিত্র বুঝেন না । এই পথে যাও,— এ কথায় কেহ যাইবে, কেহ যাইবে না । তুমি এই পথে যাও, আমি অন্ত পথে যাইব,—এ কথায় হয় ত কেহই যাইবে সতীদাহ । , ు (t না । কিন্তু, আমি পথপ্রদর্শক হইতেছি, তোমরা আমার সঙ্গে আইস, ইহা বলিলে অনেকে যাইবে । তোমার সঙ্গে সমস্ত পথ না যাইতে পারে, অনেক দূর যাইবে। অন্ততঃ কিয়দ্রও বাইবে । দৃষ্টাস্তের ন্যায় উপদেষ্ট নাই । আর স্বামীর জন্য ইচ্ছাপূর্বক প্রাণত্যাগ করা, কেমন দৃষ্টান্ত। পতিবিয়োগবিধুর সতী, পবিত্রতার, সতীত্বের, ভালবাসার, তাত্মবিসর্জনের, সংসারে যাহা কিছু ভাল তাহারই বীরধ্বজা স্বর্গে উড়াইয়া, গভীর অঙ্কুরাগের, উৎকট মহত্ত্বের, অপার সহিষ্ণুতার দুন্ধভিনিনাদে জগৎ ভরিয়া, জলস্ত চিতারোহণ করিলেন,—এ জাজল্যমান দুষ্টঃস্ত চক্ষের উপর দেখিয়া কার হৃদয় গলিবে না?— ধৰ্ম্মে কার মতি হইবে না?—আত্মবিসজর্জনের মহত্ত্ব কার হৃদয়ঙ্গম হইবে না? ধৰ্ম্মের পথে পাদস্থলন হইবার উপক্রম হইতেছিল, এমন অনেক রমণী ভার ঠিক করিয়া লইয়া সেই পথে চলিবে । যাহাদের সতীত্বের গ্রন্থি শিখিল হইয়া আসিতেছিল, তাহীদের অনেকে সতীত্বের মাহাত্ম্য বুঝিবে,—পাপ পিশাচকে দূরে হইতে নমস্কার করিয়া পতিপদায়বিন্দে মনস্থির করিবে । রমণীর, ধৰ্ম্মে আস্থা হইলে । পুরুষের, রমণীর প্রতি ভক্তি হইবে । সহমরণে সংসারের লাভ বই ক্ষতি নই। আর একটি কথা আছে। এ কথাটি আমবা তুলি তাম না ; পি স্তু অনেক কৃত