うミb8 | নিশ্চয়রূপে কোন কথা বলা যায় না । নিশ্চয়রূপে বলা যায় না সত্য, কিন্তু অনুমানে বোম্বাইকেই শ্রেষ্ঠ বলিয়া বোধ झग्न ! শিক্ষার গভীরতার বিষয়ে কোন ক্রমেই বোম্বাইয়েয় শ্রেষ্ঠতা স্বীকার করা যায় না। বয়ঃস্থা স্ত্রীলোকদিগের জন্য বোম্বাইনগরে যে বিদ্যালয় আছে,তাহার নাম “আলেকজান্দ্র স্কুল ” উক্ত বিদ্যালয়ে বালিকা ও যুবতী উভয় লইয়া প্রায় পঞ্চাশৎ জন ছাত্রী শিক্ষালাভ প্রথম শ্রেণীতে যে পুস্তক পাঠ হইতেছে তাহ চতুর্থ ভাগ ইংরেজী রিডারের সমান হইবে । সুতরাং শিক্ষার পরিমাণসম্বন্ধে “আলেকজান্ত্রা স্কুল" যে আমাদের কলিকাতাস্থ বয়ঃস্তা স্ত্রীলোকদিগের জন্য কয়েকটি বিদ্যালয় অপেক্ষা নিকৃষ্ট অবস্থায় য়হিয়াছে তদ্বিষয়ে ংশয় নাই । কলিকাতার “ বঙ্গম হল। বিদ্যালয়” ও “দেশীয় স্ত্রীলোকদিগের नंव्नृि **" (Nativeladies, Normal School) এই উভয় বিদ্যালয়েই প্রথম শ্রেণীর ছাত্রীগণ প্রবেশিকা পরীক্ষায় পাঠ্য বিষয় সকল পাঠ করিতেছেন। উtহাদের মধ্যে কেহ কেহ আগামী প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেম । কোন কোন বুদ্ধিমতী রমণী কোন স্ত্রীবিদ্যালয়ে শিক্ষালাভ না কয়িয়াও এতদুর উন্নতি করিয়া থাকেন যে, দেখিলে কবিতেছে । বোম্বাই ও বাঙ্গাল । Y-56: যার পর নাই আনন্দ হয়। দিবাভাগে সাংসারিক কাযকৰ্ম্মে বাস্ত পাকিয়া রাত্রি দশ ঘটিকার পর স্বামীর নিকট গোপনে অতি মুচুস্বরে কিছু কিছু শিক্ষাপ্রাপ্ত হষ্টয়া এমন স্বন্দর গদ্য ও পদ্য রচনা করিতে পারেন যে দেখিলে যথার্থই অত্যন্ত প্রীত ও আশ্চর্য হষ্টতে হয় । “ভুবনমোহিনী” প্রতিভার কথা এখন কিছু বলিব না। উক্ত পুস্তক ছাড়া স্ত্রীলোকের লিখিত এমন পুস্তকও দুই একখানি প্রকাশিত হইয়াছে যাহা কোন ইউরোপীয় . মহিলা লিখিলেও তাহার পক্ষে প্রশংসার বিষয় হয় । * দীপনিৰ্ব্বাণ’ এক থানি সেইরূপ গ্রন্থ। দুই একজন শিক্ষিত রমণী যেরূপ সুন্দর বাঙ্গালা কবিতা লিখিয়াছেন,এবং জনৈক বাঙ্গালি খ্ৰীষ্টিয়ান মহিলা যে প্রকার ইংরেজীভাষায় মধ্যে মধ্যে কবিতা প্রণয়ন করিয়া থাকেন, আমি যতদূর জানি বোম্বাই প্রদেশে এ পর্য্যস্ত সে প্রকার কিছুই হয় নাই। সুতরাং শিক্ষার গভীরতা সম্বন্ধে বোম্বাই প্রদেশ যে, বঙ্গদেশকে পরাস্ত করিয়াছে এ বাক্যে কোন ক্রমেই সায় দিতে পারিতেছি না। বোম্বাই নগরের “আলেকজান্ত্রা স্কুলে” একটি বিষয় দেখিয়া দুঃখিত হইলাম । উক্ত বিদ্যালয়ে একজনও হিন্দুছাত্রী নাই; সকল গুলিই পার্সি। न, मl । ~~*烷做粵粥r~~
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।