পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*(बड़गभग, टैब: २२s a l নগদী রোহিণীকে লইয়া গেল। গোবিন্দগাল প্রস্থান করিলেন। কৃষ্ণকান্ত ভাবিলেন, “দুর্গ 1 জুর্গ 1 ছেলে গুলো হলো কি ?”

  • ==

দ্বাদশ পরিচ্ছেদ । গোবিন্দলাল অন্তঃপুরে আসিয়া দেখিলেন যে ভ্রমর, রোহিণীকে লইয়া চুপ করিয়া ৰসিয়া আছে। ভাল কথা বলিবার ইচ্ছা, কিন্তু পাছে এ দায় সম্বন্ধে ভাল কথা বলিলেও রোহিণীর কাল্লা আসে এ জন্য তাহাও বলিতে পারিতেছে না। গোবিন্দলাল আসিলেন দেখিয়া, ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল । শীঘ্রগতি দূরে গিয়া গোবিনালালকে ইঙ্গিত করিয়া ডাকিল । গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। ভ্রমর গোবিন্দলালকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, “ রোহিণী এখানে কেন ?” গোবিন্দলাল বলিলেন, “ আমি গোপনে উহাকে কিছু জিজ্ঞাসা করিব। তাহার পর উহার কপালে যা থাকে হবে : ভু ! কি জিজ্ঞাসা করিবে ? গো । উহার মনের কথা। আমাকে উহার কাছে এক রাখিয়া যাইতে যদি তোমার ভয় হয়, তবে না হয়, আড়াল হইতে শুনিও । o ভোম্বা বড় অপ্রতিভ হইল। লজ্জায় অধোমুখী হইয়া ছুটয়া সে অঞ্চল হইতে कुक्षकांद्दछई ठेईल । ... 3 পলাইল । একেবারে পাকশালায় উপস্থিত হইয়া,পিছন হইতে পাচিকার চুল ধরিয়া টানিয়া বলিল, “রাধুণি ঠাকুরবি, রাতে রাতে,একটি রূপ কথা বল না।” এদিকে গোবিন্দলাল, রোহিণীকে জিজ্ঞাসা করিলেন, “এ বৃত্তান্ত আমাকে সকল বিশ্বাস করিয়া বলিবে কি ?” বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল—কিন্তু যে জাতি জীবস্তে জলন্ত চিতায় আরোহণ করিত,রোহিণীও সেই জাতীয়া—আর্য্যকন্যা। বলিল, “কৰ্ত্তার কাছে সবিশেষ গুনিয়াছেন ত ।” গে। কর্তা বলেন, তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসি য়াছিলে। ভাই কি ? রেণ । তা নয় । গো । তবে কি ? রে। বলিয়া কি হইবে ? r? গো । তোমার ভাল হইতে পারে। রো। আপনি বিশ্বাস করিলে ত ? গো । বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করিব না ? রে। বিশ্বাসযোগ্য কথা নহে। . গো । আমার কাছে কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য, তাহ আমি জানি, তুমি জানিবে কিপ্রকারে ? আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনং বিশ্বাস করি। রোহিণী মনে মনে বলিল, “ বুঝি বিধাতা তোমাকে এত গুণেই গুণবান্‌ कुद्विग्नां८छ्न। नश्ट्विा स्रiभि cङिांमtब्र ख८नJ