( ) vaد. :awr-f", ta চুরি করিয়া জাল উইল রাখিয়া গিয়া छ्ठ्निांभ । গো । কেন, তোমার কি প্রয়োজন ? রো। হরলাল বাবুর অনুরোধে । গোবিন্দলাল, অত্যন্ত অপ্রসন্ন হইয়া ভ্ৰকুটী করিলেন। দেখিয়া, রোহিণী বলিল, “ তাহা নহে। এই কাৰ্য্যের জন্য তিনি আমাকে একহাজার টাকা দিয়াছেন। নোট আজিও আমার ঘরে আছে । আমাকে ছাড়িয়া দিন, আমি আনিয়া দেখাইতেছি ।” গোবিন্দলাল, বলিলেন, “ তবে কালি রাত্রে আবার কি করিতে আসিয়াছিলে ?” রো। আসল উইল রাখিয়া জাল উইল চুরি করিবার জন্য। গো। কেন ? জাল উইলে কি ছিল ? রো। বড় বাবুর বার আনা-আপনার এক পাই । গো । আমি ত তোমায় কোন টাকা দিই নাই--তবে কেন আবার উইল বদলাইতে আসিয়াছিলে ? রোহিণী কঁাদিতে লাগিল। বহুকষ্ট্রে রোদনু সম্বরণ করিয়া বলিল, “না— টাক দেন নাই—কিন্তু বাহা আমি ইহজন্মে কখন পাই নাই—যাহা ইহজন্মে আর কথন পাইব না—আপনি আমাকে उांश लिग्नाक्लिष्ठान ।” গো । কি সে, য়ােছিলি f রো। সেই বারুণী পুকুরের তীরে, মনে করুন । ङ्कक्षकां८खन ॐहेण । > গো । কি, রোছিলি ? রো। কি ? ইহজন্মে, আমি বলিতে পারিব না—কি । মেজ বাবু—আর কিছু বলিবেন না । এ রোগের চিকিৎসা নাই—আমার মুক্তি নাই। আমি বিষ পাইলে থাইতাম । কিন্তু সে আপনার বাড়ীতে নহে। আপনি আমার অন্য উপকার করিতে পারেন ন!—কিস্তু এক উপকার করিতে পারেন—আমায় সন্ধ্যা পর্য্যস্ত ছাড়িয়া দিন। তার পর যদি আমি বঁচিয়া থাকি, তবে না হয়, আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া, দেশ ছাড়া করিয়া দিবেন। গোবিন্দলাল বুঝিলেন। দর্পণস্থ প্রতিবিন্ধের ন্যায় রোহিণীর হৃদয় দেখিতে পাইলেন। বুঝিলেন ঘেমন্ত্রে ভূমর মুগ্ধ, এ ভুজঙ্গও সেই মন্ত্রে মুগ্ধ হইয়াছে। তাহার আহলাদ হইল না—রাগও হইল না । তাহার হৃদয় সমুদ্র—সমুদ্রবৎ সে হৃদয়, তাহ উদ্বেলিত করিয়! দয়ার উচ্ছসি উঠিল। বলিলেন, “রোহিনি, মৃত্যুই বোধ হয়, তোমার ভাল, কিন্তু মরণে কাজ নাই। সকলুেই কাজ কয়িতে এ সংসারে আসিয়াছি— আপনার আপনার কাজ না করিয়া মরিব কেন ? আমার কথা শুন—আগে বড় বাবুর সে টাকাগুলি আনিয়া দাও—সে টাকা তোমার রাখা উচিত নহে । আমি সে টাকা তাহার কাছে পাঠাইয়া দিব । তার পর—”
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।